গুজরাটে লজ্জার হার ত্রিপুরার!

 গুজরাটে লজ্জার হার ত্রিপুরার!
এই খবর শেয়ার করুন (Share this news)

জয় কানাইয়ের হ্যাটট্রিক সহ চার গোলে সন্তোষ ট্রফি ফুটবলে ত্রিপুরার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুললো গুজরাট। বলা চলে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা। প্রথম ম্যাচে দিল্লীর সাথে গোলশূন্য ড্র করার পর এবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে হাফ ডজন গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হলো ত্রিপুরা। রবিবার দিল্লীর জওহরলাল নেহরু স্টেডিয়ামে জাতীয় সিনিয়র সন্তোষ ট্রফি ফুটবলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে ৬-০ গোলে হেরে গেলো ত্রিপুরা। ছন্নছাড়া ও পরিকল্পনাহীন ফুটবল খেলার পরিণতি ম্যাচে এতো বড় ব্যবধানে পরাজয় ত্রিপুরার। তুলনামূলক শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে একেবারেই খেলতে পারেনি কোচ দীনেশ প্রধানের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল গুজরাট। দ্বিতীয়ার্ধে বাকি চারটি গোল হয়েছে। গুজরাটের হয়ে জয় কানাই একাই চারটি গোল করেন। এছাড়া,একটি করে গোল করেন মঈন উদ্দিন ও পরমা ধর্মেশ। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল গুটরাট। ম্যাচের এগারো মিনিটে মঈন উদ্দিন প্রথম গোল করেন গুজরাটের হয়ে। কুড়ি মিনিটে জয় কানাই নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন। বিরতির পর মাঠে নেমে আরও চারটি গোল করে গুজরাট। ম্যাচের মোট সাতষট্টি মিনিটে জয় কানাই,৭৯ মিনিটে পরমা ধর্মেশ, ৯০+২ মিনিটে এবং ৯০+৫ মিনিটে জয় কানাই গোল করে গুজরাটের হয়ে। অন্যদিকে, গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড ও স্ট্রাইকার কেউই ভালো ফুটবল খেলতে পারেনি। সম্পূর্ণ হতাশ করেছে ত্রিপুরা টিমের ফুটবলাররা। ম্যাচের শেষে ত্রিপুরা টিমের কোচ দীনেশ প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন তুলেননি হয়তো ত্রিপুরা টিমের এই জঘন্য ফলাফলে হতাশ টিমের চিফ কোচ। তবে গুজরাটের কাছে হাফ ডজন গোলের বড় ব্যবধানে পরাজয়ে ফের একবার জাতীয়স্তরে ত্রিপুরার ফুটবলের উন্নয়ন নিয়ে প্রশ্ন এবং আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অতীতে এই গুজরাটকে ত্রিপুরা হেসেখেলে জাতীয় ফুটবলে গণ্ডা গণ্ডা গোল দিয়েছে। তাছাড়া, রাজ্যের ফুটবলপ্রেমীরাও কিন্তু হতাশ সন্তোষ ট্রফি ফুটবলে ত্রিপুরার এই ফলাফল ও পারফরম্যান্সে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ত্রিপুরা টিম গঠনের ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ও তার নির্বাচক কমিটির ভূমিকা নিয়ে। প্রায় বিনা প্রস্তুতি ছাড়াই ধরে বেঁধে জোরাতালি দিয়ে কোনওভাবে টিম পাঠিয়ে দেওয়ার পরিণতি সন্তোষ ট্রফিতে ত্রিপুরার এই ফলাফল। সামনে আরও তিনটি ম্যাচ খেলার বাকি রয়েছে। সাতাশ ডিসেম্বর উত্তরাখণ্ড, ঊনত্রিশ ডিসেম্বর কর্ণাটক এবং একত্রিশ ডিসেম্বর লাদাখের বিরুদ্ধে খেলতে নামছে ত্রিপুরা। তবে যে পারফরম্যান্স এতে গ্রুপ থেকে বের হবার চান্স কম ত্রিপুরার। এ দিন দিল্লীতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকাল আড়াইটায় ম্যাচটি শুরু হয়। গুজরাট ম্যাচের শুরু থেকেই পুরো অ্যাটাকিং ফুটবল খেলে। যেখানে ত্রিপুরা ৫-৪-১ এই ছকে খেলা শুরু করে। তবে পুরো প্ল্যানিং ফ্লপ। গোলরক্ষক সন্দীপ রায়ও ভালো গোলকিপিং করতে পারেনি। সব মিলিয়ে গোটা টিমটাই ফ্লপ করেছে এ দিন। বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কাউন্টার অ্যাটাক থেকে একে একে চারটি গোল করে এগিয়ে যায় টিম গুজরাট। নড়বড়ে ডিফেন্সের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক গোল হজম করতে হয় ত্রিপুরাকে। ছয় গোল হজম করলেও গোল দিতে পারেনি ত্রিপুরা। ফলে বাজেভাবে ম্যাচটা হারতে হয়েছে। আগামী সাতাশ ডিসেম্বর বিকাল আড়াইটায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামবে ত্রিপুরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.