ভোটের আগে কল্পিতরু সরকার!
২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ছাড়লো বিশেষ ট্রাম্প কার্ড। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ১২ শতাংশ ডিএ ঘোষণা করল। মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। ডিসেম্বর ২০২২ সাল থেকে এই ঘোষণা কার্যকর হবে, ২০২৩ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কর্মচারীরা বাড়তি বেতন রাশি পেয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। চাকুরিরত কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও এই সুবিধা পাবেন। এর ফলে রাজ্যের ১লাখ ৪ হাজার ৬০০ নিয়মিত কর্মচারী এবং ৮০ হাজার ৮০০ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবার সুবিধা পাবেন। বর্ধিত বেতন দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতিবছর বাড়তি ১৪.৪০ কোটি টাকা খরচ হবে। ১ লাখ ৯৪ হাজার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিবার লাভবান হবেন। নিয়মিত কর্মচারীদের পাশাপাশি ও অনিয়মিত কর্মচারীরাও সুবিধা পাবেন।
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , মুখ্য সচিব জে কে সিনহা এবং অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে।