পাকিস্তান ও চীনকে হুশিয়ারি দিলেন অমিত শাহ
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ভারতের সেনা ও সীমার সাথে ছেরছার করোনা, তাহলে পরিনাম হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ত্রিপুরায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এভাবেই হুশিয়ারি দিলেন পাকিস্থান ও চিনকে। কারন, কেন্দ্রে এখন কমিউনিস্ট অথবা কংগ্রেসের সরকার নয়। কেন্দ্রে এখন নরেন্দ্র মোদীর সরকার। গোটা বিশ্ব জানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক জিনিস। উড়ি ও পুলমায় পাকিস্থান ভুল করেছিল। দশদিনের মধ্যে তার জবাব দিয়ে দিয়েছে মোদী। পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে গোটা বিশ্ব কে বার্তা দিয়ে দিয়েছে মোদিজী। কাশ্মীর প্রসঙ্গে বলেন, ভারতমাতার মুকুট কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কিনা? তার জবাব চান উপস্থিত জনতার কাছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া ঠিক হয়েছে কিনা, জানতে চান উপস্থিত জনতার কাছে। জনতাও উচ্চস্বরে জবাব দিয়ে সম্মতি প্রকাশ করে। বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন।