পাগলা কুকুর ও সাপের কামড়ে আহত পাঁচজন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে চারজন। ঘটনা রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কল্যাণপুর বাজারে। অন্য দিকে পশ্চিম ঘিলাতলী পঞ্চায়েত এলাকায় জমিতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন এক মহিলা। সবারই বর্তমানে চিকিৎসা চলছে কল্যাণপুর হাসপাতালে। জানা গেছে,বাজারে হটাৎ ই একটি পাগলা কুকুর হিংস্র হয়ে উঠে, এবং পর পর একজন অটো চালক সহ তিন মহিলাকে কামড়ায়।
পাগলা কুকুরের কামড়ে আহত হন অঙ্গনওয়ারী কর্মী শেফালী দাস (৪২), আশা কর্মী স্বপ্না দেব পাল (৩৬), মধু শীল (৩৫), এবং শৈলবালা দাস (৫২)। শৈলবালা দাসের পায়ে ছয়টি সেলাই লাগে। স্থানীয়রাই তাদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসেন। অন্য দিকে, পশ্চিম ঘিলাতলী পঞ্চায়েতে জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে আহত হন মঞ্জু দাস (৩৬)নামের এক মহিলা। তাকেও কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সকলের চিকিৎসা চলছে কল্যানপুর হাসপাতালে।