মাদক সম্রাটের পুত্র গ্রেপ্তার, মেক্সিকোয় দাঙ্গায় নিহত ২৯

 মাদক সম্রাটের পুত্র গ্রেপ্তার, মেক্সিকোয় দাঙ্গায় নিহত ২৯
এই খবর শেয়ার করুন (Share this news)

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত ২৯ জনের প্রাণ গেছে। শুক্রবার মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মাদক গ্যাংয়ের সদস্য এবং দশ জন সেনা।এদিকে, নিরন্তর দাবি সত্ত্বেও কুখ্যাত মাদক পাচারকারী এল চ্যাপোর ছেলে, আরেক মাদক পাচাকারী গুজম্যানকে আমেরিকার কাছে প্রত্যার্পণ করল না মেক্সিকো। জানা গেছে, গত বৃহস্পতিবারই গুজম্যানকে গ্রেপ্তার করেছিল মেক্সিকোর পুলিশ।শুক্রবার তাকে আদালতে তোলা হলে ফেডারেল কোর্ট-এর বিচারক গুজম্যানের প্রত্যর্পণের বিষয়টি স্থগিত রাখেন।গুজম্যানের গ্রেপ্তারি অভিযান চলার সময় উত্তপ্ত হয় উত্তর মেক্সিকো। সঙ্গে সংঘর্ষে মারা যান ২৯ জন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানিয়েছেন, ২০১৯ সালের ১৯সেপ্টেম্বর আমেরিকায় গুজম্যানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু সেদেশের আইনি বাধ্যবাধ্যকতার কারণে তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।তাছাড়া গুজম্যানের বিরুদ্ধে মেক্সিকোতে ওএকাধিক মামলা চলার বিষয়টিকে তাকে দেশে রাখার
যুক্তি হিসাবে দেখিয়েছেন তিনি। গুজম্যানের বাবা জোয়াকুইন গুজম্যান ওরফে ‘এল চ্যাপো ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী।২০১৫ সালের ১১ জুলাই তিনি জেলের সুড়ঙ্গ দিয়ে মোটরবাইক চালিয়ে পালিয়ে যান।এই ঘটনার চার বছর পর তিনি আমেরিকায় ধরা পড়েন।সেখানে তার জেল হয়।কিছুদিন পরই মেক্সিকো সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। তারা সেদেশে উত্তর আমেরিকান দেশগুলোর একটি বৈঠকে যোগ দেবেন। ট্রাম্প জমানার পরে ক্রমশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে আমেরিকা এবং মেক্সিকোর।এই পরিস্থিতিতে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে দুই দেশেরই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.