নিত্য নতুন নখের সাজ

 নিত্য নতুন নখের সাজ

Rainbow collection of nail design on female hand.

এই খবর শেয়ার করুন (Share this news)

নখ বাড়াতে গেলেই নখ ভেঙে যায়। তাই অনেক দিন ধরেই ভাবছেন ‘নেল এক্সটেনশন’ করাবেন। নেল আর্ট বা নখের সজ্জা এখন বেশ ট্রেন্ডি ও জনপ্রিয়। কত
বিচিত্র আর অভিনব উপায়ে নখ সাজানো যায়, এখন বিশ্বজুড়ে চলছে তারই প্রতিযোগিতা। এই ট্রেন্ড থেকে নিশ্চয়ই আপনি বাদ পড়তে চান না। জেনে কীভাবে নিজের নখকে সাজিয়ে তুলবেন। নখ সাজালেই হবে না নখ কিন্তু সাজালেই হবে না। সবার প্রথমে প্রতিদিন নখের সঠিক যত্ন নিতে হবে। কারণ, নেলপলিশ ও রিমুভার ব্যবহার করার ফলে নখের আর্দ্রতা চলে যায়। এছাড়া নেলপলিশের রাসায়নিক দ্রব্যও নখের ক্ষতি করতে পারে।

শরীরের অন্যান্য অঙ্গের মতো নখেরও যত্নের প্রয়োজন আছে। যত্নের অভাবে নখ ভেঙে যেতে পারে। হতে পারে রুক্ষ। তাই আসুন জেনে নেই নখের যত্নের কিছু করণীয়— দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে পরিত্যাগ করুন। কারণ এতে নখের যেমন ক্ষতি হয়, তেমন পেটেরও সমস্যা হতে পারে। সব্জি কাটতে গিয়ে নখে কালো দাগ পড়তে পারে। এই দাগ ওঠাতে লেবু ঘষুন। পরিষ্কার হয়ে যাবে। সব সময় ভাল মানের নেলপলিশ ব্যবহার করা উচিত। দুই দিনের বেশি নেলপলিশ নখে রাখা ঠিক নয়। তাই দু-তিন দিনের মধ্যেই ভাল কোনও রিমুভার দিয়ে নেলপলিশ তুলে ফেলতে হবে।
রিমুভার নখের আর্দ্রতা কেড়ে নেয়।

তাই ময়েশ্চারাইজার সমৃদ্ধ রিমুভার ব্যবহার করতে হবে। রিমুভার ব্যবহারের পর কুসুম
গরম জলে কিছুক্ষণ হাত ভিজিয়ে রেখে ভাল কোনও লোশন লাগাতে হবে। নখ সব সময়
পরিষ্কার রাখতে হবে। ঘরোয়া পদ্ধতিতেও
মেনিকিউর করতে পারেন। শরীরের মতো আমাদের নখের জন্যেও দরকার ময়েশ্চারাইজার। তাই যখনই শরীরে লোশন
লাগান, নখগুলোতেও মালিশ করুন। রাতে
ঘুমাতে যাওয়ার আগে নখে অলিভ অয়েল অথবা ভেসলিন লাগিয়ে ঘুমান। এতে আপনার নখ শক্ত হবে এবং নখের হলুদ ভাব
দূর হবে। নখের যেকোনও সমস্যা, যেমন নখে দাগ, অতিরিক্ত হলুদ ভাব, অল্পতেই নখ ভেঙে যাওয়া, নখের কোণে ঘা বা পচে যাওয়া প্রভৃতি দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

গুরুত্বপূর্ণ বিষয়-
নখ সজ্জায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রং। নখ সাজানোর আগে তাই আপনাকে ভেবে নিতে হবে কোন কোন রং আপনি ব্যবহার করতে চাইছেন। গাঢ়, নাকি হালকা— কোন রঙে সাজাবেন আপনার নখ, তার
আছে বিভিন্ন পথ। বর্তমানে গাঢ় রংগুলো চলছে। একদম একরঙা না করে এগুলোর ওপর নানা ধরনের প্যাটার্ন ও নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। আবার এক নখেই ব্যবহার
করা হচ্ছে দুটি রং। এগুলো আরও আকর্ষণীয় করে তুলতে সাজানো হচ্ছে গ্লিটার, বিভিন্ন রঙের পাথর ও ছোট ছোট মুক্তা দিয়ে।

নখের আকৃতি-
এখন ছোট নখের চল বাড়ছে। সেক্ষেত্রে ডিম্বাকৃতি, চারকোনা ও স্কোওভাল আকৃতিতে ছোট করে নখ কাটা বেশি চলছে। এছাড়াও
ছুঁচলো ধরনেরও করে নিতে পারেন। এখন সেটাও বেশ চলছে। অনেকেই আবার নিজের সত্যিকারের নখের চেয়ে ফলস নেল দিয়ে বেশি সাজতে পছন্দ করেন। এর কারণ হল এতে নখ বড় করার জন্য অপেক্ষা করতে
হয় না আর চাইলেই পছন্দ মতো নখের শেপ দেওয়া যায়। তাই নিজের সুন্দর নখ না থাকলেও নেল আর্টে আপনি পিছিয়ে থাকবেন না। ভিন্ন ধরনের নেল আর্টডিজাইন-
টু-টোন নেল আর্ট— প্রথমেই আসা যাক টু-টোন নেল আর্ট-এর বিষয়ে। এই ধরনের নেল আর্টডিজাইনগুলি খুব সহজে বাড়িতে বসেও করা যায়। এবং এটি বেশ স্টাইলিশ লুকসও দেয়। দুই ধরনের নেলপলিস থাকলেই আপনি এটি নিজে নিজে করে ফেলতে পারবেন।

যেভাবে করবেন-
একটি দুটি উজ্জ্বল রঙের নেলপলিশ, যেমন
সবুজ আর গোলাপি রং নিতে পারেন। আপনি চাইলে গাঢ় রঙের নেলপলিশ দিয়েও
ডিজাইন করতে পারেন। প্রথমে সবুজ রঙের
নেলপলিশ দুবার কোট করে লাগিয়ে নিন।
শুকিয়ে গেলে নেল স্ট্রাইপ আড়াআড়িভাবে
বসিয়ে নিন। নেল স্ট্রা ইপ ব্যবহার না করতে চাইলে পেন্সিল দিয়ে আড়াআড়িভাবে দাগ কেটে তারপর কালো কালারের নেলপলিশ দিয়ে ডিজাইন করতে পারেন। এরপর নখের উপরে আড়াআড়িভাবে কালো কালারের নেলপলিশ ধীরে ধীরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ওয়াটার কালার দিয়ে একবার কোট করে নিলেই আপনার নেল আর্ট তৈরি।

ফেঞ্চ ম্যানিকিউর নেল আর্ট-
এই ধরনের নেলআর্ট দেখে মনে হতেই পারে করাটা কঠিন। কিন্তু আদৌও তা নয়। কারণ এই আর্টে নখের উপরের অংশটা হবে সাদা রঙের এবং নীচের অংশটা হবে ওয়াটার
কালার।
যেভাবে করবেন-
প্রথমে নেল রিমুভার দিয়ে নখ পরিষ্কার করে
নিন। গোলাপি, ওয়াটার কালার এবং সাদা রঙের নেলপলিশ নিন। ওয়াটার কালার নেলপলিশ দিয়ে একবার কোট করে নিন।
ওয়াটার নেলপলিশ শুকিয়ে গেলে গোলাপি
নেলপলিশ দুবার কোট করে লাগিয়ে নিন। এবার নখের উপরে যেটুকু অংশে আপনি সাদা করতে চান, খুব ধীরে ধীরে সেখানে সাদা নেলপলিশ লাগিয়ে নিন। চাইলে
সাদা রঙের স্টিকার লাগিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে ওয়াটার কালার নেলপলিশ
দিয়ে আরও একবার কোট করে নিন । এতে নখটা দেখতে উজ্জ্বল লাগবে।

ব্রাইডাল নেল আর্ট-
বউয়ের হাতের নেল আর্ট মানেই ব্যাপারটা উজ্জ্বল হবে। আর উজ্জ্বল মানই নেলপলিশে
গ্লিটার মাস্ট।
যেভাবে করবেন-
এই নেল আর্ট এখন মেরুন বা লালের থেকে বেশি হালকা রঙের ওপরই বেশি চলছে। তাই
গোলাপি, হালকা কমলা নেলপলিশ, সিলভার কালারের গ্লিটার বা গ্লিটার পাউডার, নেল ব্রাশ নিন। গোলাপি রঙের নেলপলিশ লাগিয়ে নিন। একবার শুকিয়ে গেলে আবার পুনরায় কোট করে নিন। দ্বিতীয়বার নেলপলিশ শুকানোর আগে গ্লিটার পাউডার ছড়িয়ে দিন। এবার ব্রাশের সাহায্য লুজ গ্লিটার ছড়িয়ে নিয়ে শুকিয়ে নিন। এর সঙ্গে ছোট ছোট পাথর, মক্তো দিতে পারেন।

ট্রাই কালার ক্লাউড নেল আর্ট-
এ ধরনের নেল আর্টে নখের সামনের দিকটা দেখতে অনেকটা মেঘের মতো লাগে। তবে
এর জন্য বেশি পরিশ্রম করতে হয় না।
যেভাবে করবেন-
নিজের পছন্দ মতো যেকোনও তিনটে রঙের নেলপলিশ নিয়ে নেবেন। একটি টিল রং
(সবুজ আর নীলের মিশ্রণ) আবার বলতে পারেন বালি হাঁসের গায়ের রংটা, এর সঙ্গে গাঢ় গোলাপি, একটি নীল রং আর একটা
ওয়াটার কালার নেলপলিস নিন। প্রথমে নখগুলি নেল রিমুভার দিয়ে পরিষ্কার করুন
এবং ওয়াটার কালার নেলপলিশ লাগিয়ে নিন।

ওয়াটার কালার নেলপলিশ শুকিয়ে গেলে প্রথমে গোলাপি রঙের নেলপলিশ পুরো নখে লাগিয়ে নিন। এরপর গোলাপি নেলপলিশ শুকিয়ে গেলে একটি ব্রাশ ব্যবহার করে নখের একটা কোণে টিল রং দিয়ে মেঘের মতো আকৃতি করে নিন। একইভাবে টিল নেলপলিশের ওপর নীল নেলপলিশ
এক ইঞ্চি ফাঁকে লাগিয়ে নিন। একদম শেষে ওয়াটার কালার দিয়ে কোট করে নিন। এগুলি ছাড়াও এখন অনেক ধরনের নেল আর্টের ট্রেন্ড রয়েছে। যেমন— হাফ অ্যান্ড হাফ টু কালার ম্যানিকিউর নেল আর্ট, হাফ
মুন নেল আর্ট, মিউজিক্যাল নেল আর্ট, ওয়াটার মেলন নেল আর্ট, ভি-আকৃতির গ্লিটার নেল আর্ট ইত্যাদি। নিজের পছন্দ মতো রং দিয়ে সহজেই বাড়িতে বসে নখকে নানান ডিজাইনে সাজিয়ে তুলতে পারেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.