বিপ্লবের পাড়ায় পুড়লো বিজেপির বুথ অফিস!!
দৈনিক সংবাদ অনলাইনঃ জামজুরি বিওসির বিপরীতে মুড়াপাড়া এলাকায়৷ শনিবার রাতের আঁধারে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতিকারী। অভিযোগ,বামগ্রেস আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। কিন্তু রাস্তা সরু থাকার কারণে দমকলের ইঞ্জিনটি ভিতরে ঢুকছিল না। ততক্ষণে ৩০ থেকে ৪০ জন যুবক ঘটনাস্হলে এসে হাজির হয়। দমকলের গাড়ি ঢুকছে না দেখে ক্ষিপ্ত হয়ে হামলে পড়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের ওপর। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়ির চালক দুলাল হোসেনকে লাঠি দিয়ে আঘাত করা হয়। অভিযোগ, আক্রমনকারীরা শাসক দলের কর্মী। তাদের হাতে দলীয় পতাকা ছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের সমস্ত কর্মীরা এবং কাকড়াবন ও রাধা কিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী । এই ঘটনায় গোটা এলাকার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।