প্রথম ‘সুপার-কার’ বানিয়ে বিশ্বকে চমকে দিল তালিবান

 প্রথম ‘সুপার-কার’ বানিয়ে বিশ্বকে চমকে দিল তালিবান
এই খবর শেয়ার করুন (Share this news)

বন্দুকের নলের সামনে যারা দেশের নাগিরকদের ভয়ে সন্ত্রস্ত করে রাখতে পারে, তারা যে এমন বিস্ময়কর গাড়ি বানিয়ে দুনিয়াকে স্তম্ভিত করে দিতে পারে কে জানত!
নতুন ‘সুপারকার’ তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। এ গাড়ি বহিরঙ্গ যেমন ঝাঁ চকচকে,
গাড়ির অন্দরমহলও তাই। একেবারে চোখ ধাঁধানো। এক কথায় অত্যাধুনিক সুপারকার। তালিবান সরকারের তরফে এই গাড়ির একটি ভিডিয়ো টুইট করে ঘষণা করা হয়েছে,
আফগানিস্তানের প্রথম সুপারকার যা তৈরি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। তাও আবার বিদেশি প্রযুক্তির সাহায্য ছাড়া, সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে এটি তৈরি হচ্ছে। এ
গাড়ির নাম তালিবান সরকার রেখেছে ‘মাডা ৯’। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাড়িটির মূল মডেল তৈরির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। তালিবান সরকার জানিয়েছে, এই কাজ শেষ হওয়ার পরেই
ঝকঝকে গাড়িটি প্রকাশ্যে আনা হবে। কাতারে অনুষ্ঠেয় একটি গাড়ি প্রদর্শনীতে এই সুপারকার আত্মপ্রকাশ করবে জানানো হয়েছে। কাবুল-ভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি ‘এনটপ’ এবং আফগানিস্তান
টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট (এটিভিআই) যৌথ ভাবে এই সুপারকার তৈরি করেছে। আফগানিস্তানের ৩০ জন ইঞ্জিনিয়র এই প্রকল্পে দিনরাত এক করে কাজ করে চলেছেন। গত পাঁচ বছর ধরে এই গাড়ি তৈরি নিয়ে কাজ করেছেন তারা। গাড়ি বাজারের বিশেষজ্ঞরা বলছেন, টয়োটা করোলা হাচব্যাক গাড়িটির প্রতিস্পর্ধী হিসেবে ‘মাডা-
৯’ তৈরি করা হয়েছে। এই গাড়িটি একটি ‘মিড-ইঞ্জিন সুপারকার’। এতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলার ইঞ্জিন। তীব্র গতির জন্য এই ধরনের ইঞ্জিন বানানো হয়েছে।
এটিভিআইয়ের প্রধান গুলাম হায়দর শাহামত জানিয়েছেন, ইঞ্জিনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়িটি তীব্র গতিতে ছুটতে পারে। ফর্মুলা-১ রেসের গাড়িগুলিতে যেমন টিউবুলার স্যাসে থাকে, তেমন ভাবেই এই
সুপারকারের কাঠামো তৈরি করা হয়েছে। গাড়ির নিম্নাংশের কাঠামোটি টিউবের আকারের। স্যাসেও হালকা, কারণ এ গাড়ি তৈরি করতে যে সব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তা হালকা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.