অবিশ্বাস্য! পা দিয়ে অভ্রান্ত নিশানায় তীর ছুড়ে বিশ্ব রেকর্ড তরুণীর
মহাভারতে আছে, জলের দিকে তাকিয়ে চক্রছিদ্রপথে সোনার মাছের চোখ, সেই চোখে লক্ষ্যভেদ করেছিলেন অর্জুন। জলের দিকে তাকিয়ে ঊর্ধ্বাহু করে আকর্ণ গুণ টেনে অধোমুখে বাণ নিক্ষেপ করেছিলেন তিনি।
আর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তরুণী শ্যানন জোনস যে ভঙ্গিমায় হাতের বদলে পা দিয়ে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করলেন, তার সঙ্গে
মহাকাব্যে বর্ণিত অর্জুনে র লক্ষ্যভেদের খুব একটা প্রভেদ নেই। একাধারে দক্ষ জিমন্যাস্ট এবং তীরন্দাজ ২৩ বছরের জোনস ২০২২ সালের আগস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে
একটি ভিডিয়ো জমা দিয়ে রেকর্ডটি অর্জন করেছিলেন। ১২ জানুয়ারী তার কৃতিত্বকে স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। শ্যানন জোনসের অভ্রান্ত
লক্ষ্যভেদকে অবিশ্বাস্য বললেও যেন কম বলা হবে। দুই হাতের উপর ভর দিয়ে ‘দাঁড়িয়ে’, নিজের দেহকে ধনুকের মতো বাঁকিয়ে, বাঁ পায়ের আঙুলে ধনুক চেপে, ডান
পায়ের পায়ের আঙুল ব্যবহার করে
জিমনাস্টের দক্ষতায় তীর ছুঁড়েছেন! তিনি গত বছরের অগাস্টে ১৮.২৭ মিটার দূরত্বে গোলাকার টার্গেটের কেন্দ্রবিত্তে তীর ছুড়েঁ এই কৃতিত্ব অর্জন করেছেন। সেই সূত্রে নিজের
নাম তুলে ফেলেছেন গিনেস বুকে। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে লেখা হয়েছে, এটি ‘ফার্দেস্ট অ্যারো শট ইউজিং ফিট’। অর্থাৎ, পা দিয়ে সব চেয়ে বেশি দূরত্বে তীর ছুড়েঁ রেকর্ড। এর আগে যার দখলে
এই রেকর্ড ছিল, তিনি পা দিয়ে লক্ষ্যভেদ করেছিলেন ৬ মিটারের কম দূরত্বে তীর ছুঁড়ে। গিনেস লিখেছে, বিশ্ব রেকর্ড করার চেষ্টা করার আগে শ্যানন ছয় বছরেরও বেশি সময় ধরে পায়ের তীরন্দাজি অনুশীলন করেছিলেন। সমাজমাধ্যমে শ্যানন অভিনন্দনের বন্যায় ভেসে গেছেন। অধিকাংশ নেটিজেন বলেছেন, পা ব্যবহার করে লক্ষ্যভেদ মারাত্মক কঠিন কাজ। এই যোগ্যতা মহাভারতে অর্জুনের ছিল না, কর্ণেরও ছিল না। ফলে শ্যাননকে আধুনিক যুগের অর্জুন র্জু বা কর্ণও হয়তো বললে ভুল
হবে। কারণ তার কৃতিত্ব অনন্য। আর স্বয়ং শ্যানন জোনস কী বলছেন? ইনস্টাগ্রামে পা দিয়ে তীর ছোঁড়ার অবিশ্বাস্য ভিডিয়োটি পোস্ট করে শ্যানন নিজেকে ‘মোস্ট অ্যাকিউরেট ফুট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড’ বলে উল্লেখ করেছেন।