জোট নয়, একাই লড়বে মথা, সাংবাদিক সম্মেলনে ঘোষণা
দলের অন্দরে বাইরে প্রবল চাপের মুখে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর। পরিস্থিতি যে খুব একটা সহায়ক নয়, সেটা প্রদ্যোত কিশোরের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তাতেই স্পষ্ট হয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ড না হলেও অন্য কিছু পাওয়ার আশায় তার দলই এমন দ্বিধাবিভক্ত। দলের টিকিট প্রত্যাশী থেকে শুরু করে অনেকেই চাইছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্য ভালো কিছু নিয়ে সমঝোতা করে নিতে। কিন্তু দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর তার দাবিতে অনড়। গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রতিশ্রুতি লিখিতভাবে না দিলে কারোর সাথেই সমঝোতা করবেন না। প্রদ্যোত কিশোর সোমবার তার সামাজিক বার্তায় ওই সব নেতা-নেত্রীদের সরাসরি দল ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন, যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্যকিছুতে সমঝোতা করতে চাইছেন।
সোমবার সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, তার দল আগামী বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন বলে জানান। সেই সাথে লড়াইয়ের জন্য দলের কর্মী সমর্থকদের ময়দানে নেমে পড়ারও বার্তা দিয়েছেন। তিনি আজ দুঃখ প্রকাশ করে বলেন, দলের মধ্যেই কিছু কিছু নেতা তাকে গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্য কিছু নিয়ে সমঝোতা করার জন্য বলছে। আমি তাদের স্পষ্ট করে দিতে চাই, তারা প্রয়োজনে দল ছেড়ে বেরিয়ে যাক।প্রদ্যোতের বক্তব্য, এই লড়াই ২০ থেকে ২৫ জনকে বিধায়ক বানানোর জন্য নয়। এই লড়াই তেরো লক্ষ তিপ্রাসার লড়াই।এই ১৩ লক্ষ তিপ্রাসা নিজ ভূমিতেই ভূমিহীন।এই লড়াই তার জন্য। ‘কী পাওয়া যাবে— এই প্রশ্ন না করে সবাই মিলে বলুন গ্রেটার তিপ্রাল্যান্ড চাই। তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার চাই। আমি লড়াই করছি ওই তেরো লক্ষ মানুষের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। ভগবান আমাকে ঘর, অর্থ দিয়েছেন। কিন্তু মৃত্যুর পর উপরে যখন যাবো তখন এই সম্পত্তি, অর্থ নিয়ে যাবো না। নিয়ে যাবো নাম। তাই আমি ১৩ লক্ষ তিপ্রাসার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিপ্রাসাদের বিশ্বাসে আঘাত করতে পারবো না। এরা আমার দিকে প্রচুর আশা নিয়ে তাকিয়ে আছে। বুবাগ্রা তাদের জন্য কিছুতো করবে। এই বিশ্বাস আমি ভাঙতে পারবো না। প্রদ্যোতের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে, তার দলের অন্দরের পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কোন্ পর্যায়ে রয়েছে।এদিকে, সোমবার দলের পক্ষ থেকে দুইবার সময় পরিবর্তন করে রাতে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মথার সভাপতি বিজয় কুমার রাংখল, এডিসির চেয়ারম্যান প্রাক্তন আইএনপিটি নেতা জগদীশ দেববর্মা।সাংবাদিক সম্মেলনে তারা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তিপ্ৰা মথা কোনও দলের সাথে জোট করবে না। দল একাই লড়াই করবে। কারণ, কোনও জাতীয় রাজনৈতিক দলই লিখিত প্রতিশ্রুতি দেয়নি। প্রার্থী তালিকা নিয়ে দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দল পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসনে লড়াই করবে।