ইরানে ২ দিনে ৩ নারী সাংবাদিক গ্রেপ্তার
ইরানে গত দুই দিনে তিনজন নারী সাংবাদিককে আটক করা হয়েছে। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে তুমুল বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। দেশটিতে গত কয়েক মাসে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সহ অসংখ্য মানুষ বিক্ষোভের প্রতি সমর্থন দিয়েছেন। সেই সঙ্গে চলছে নির্বিচার ধরপাকড়। এ ধারাবাহিকতায় দুই দিনে আটক করা হয়েছে তিন নারী সাংবাদিককে। তেহরান সাংবাদিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে দেশটির সংস্কারবাদী সংবাদপত্র এতেমাদের প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, শেষ ৪৮ ঘন্টায় আটক হওয়া তিন নারী সাংবাদিক হলেন মেলিকা হাশেমি, সাইদেহ সাফিয়ে ও মেহেরনৌশ জারেই। তাদের রাখা হয়েছে এভিন কারাগারে। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক হওয়া অনেককেই ওই কারাগারে রাখা হয়েছে। তাদের আটকের কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। ইরানে হিজাব বিরোধী নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলন দমনে ইসলামপন্থী সরকার যে নিষ্ঠুরতা, ধারাবাহিক হত্যা ও কাল্পনিক অভিযোগে ফাঁসি চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে দেশটির বিরুদ্ধে নয়া রকমের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন ও ব্রিটেন। ইরান এতে ক্ষিপ্ত। আজ ইরানের বিদেশমন্ত্রক বলেছে, তারাও ইইউ এবং ব্রিটেনকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত হচ্ছে। ব্রিটেন এবং ইইউ যেসব কারণে নয়া নিষেধাজ্ঞা দিয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হলো, সাংবাদিকদের প্রতি নিষ্ঠুরতা ইরানের। যার প্রতিবাদে অক্টোবর মাসে তিন শতাধিক ইরানি সাংবাদিক যৌথ বিবৃতি দিয়ে ইরান সরকারের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানায়। দেশটিতে জনসাধারণ বনাম রাষ্ট্র লড়াই চলছে।