বাগদেবীর আরাধনায় নজির গড়ল মহিলা মহাবিদ্যালয়!!
স্বরূপা নাহা|| দৈনিক সংবাদ অনলাইনঃ গত দু’বছর করোনার থাবায় সরস্বতী পুজোর আনন্দ মাটি হয়ে গেলেও এবছর করোনার রেশ কাটিয়ে বেশ জমজমাট করেই পুজো হচ্ছে গোটা রাজ্যে। পাশাপাশি রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্ত, স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত, বিভিন্ন ক্লাব এবং বাড়ি-ঘরেও পুজোর আয়োজন করা হয়েছে বেশ জমজমাট করেই। কচি-কাঁচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, যুবক-যুবতীরা সকলেই উৎসাহ উদ্দীপনার সাথেই উদযাপন করে থাকে এই দিনটি। স্কুল-কলেজ এবং ক্লাবগুলোতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন থিম ফুটিয়ে তোলা হয় পুজো মন্ডপের মাধ্যমে।
কিংবা নতুনত্ব বিভিন্ন চিন্তাধারা তুলে ধরার চেষ্টা করা হয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে।
এমনই এক অভিনব চিন্তাধারার পরিচয় দিল মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। প্রতি বছর পুজো হলেও এবছরের পুজো ছিল খানিকটা অন্যরকম। যেখানে পুজোর পুরোহিত হিসেবে আমরা সর্বদা কোনো পুরুষ পুরোহিতকেই মান্যতা দেই, সেখানে এধরনের চিন্তাধারা ও মানসিকতাকে তুচ্ছ প্রমানিত করে মহিলা পুরোহিত দিয়ে মায়ের পুজো করিয়ে নজির স্হাপন করলো মহিলা মহাবিদ্যালয়। এটাই এই মহিলা পুরোহিতের জীবনের প্রথম পুজো বলে জানিয়েছেন তিনি নিজেই।
এই পুজো করে উনি নিজেও বেশ খুশি প্রকাশ করেছেন এবং ছাত্রীদের ধন্যবাদও জানিয়েছেন এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। এদিন মায়ের পুজোকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ থেকে শুরু করে কলেজের অধ্যক্ষা সহ অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি অন্যান্য সকলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। মহিলা মহাবিদ্যালয়ের এধরনের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে বিভিন্ন মহল।