রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৪ তম প্রজাতন্ত্র দিবস!!
দৈনিক সংবাদ অনলাইনঃ প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদা মেনেই বৃহস্পতিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। এদিন আগরতলায় মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। এদিন ত্রিপুরা পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ সহ বিভিন্ন আর্ম ফোর্স’র জওয়ানরা নন সিকিউরিটি ক্যাটাগরিতে এনসিসি, স্কাউটস এন্ড গাইডস, এনএসএস এর সদস্যরা রাজ্যপালকে অভিবাদন জানান। এছাড়াও এদিন রাজ্য পুলিশের তরফে রাজ্যপালকে দেওয়া হয় গার্ড অফ অনার। উক্ত অনুষ্ঠানে মোট ১৬ টি প্লেটন কুচকাওয়াজে অংশগ্রহণ করে। রাজ্যপাল সহ রাজ্য পুলিশের মহানির্দেশক মাঠ ঘুরে প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এই মহান দিনে ত্রিপুরাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার শপথ নেওয়ার আহবান জানান রাজ্য বাসীর প্রতি। পরবর্তী সময়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি যোগাও প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা।
বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যে আদর্শ নির্বাচন বিধি জারি রয়েছে, তাই মুখ্যমন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।