প্রার্থী বদল করলো সিপিএম

 প্রার্থী বদল করলো সিপিএম
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য বামফ্রন্ট কমিটি দুটি আসনে প্রার্থী বদল করেছে। ১০ মজলিশপুর কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী সি পি আই ( এম) এর সঞ্জয় দাস। তিনি বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব। ২৬ আশারামবাড়ী (তপশিলী উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সি পি আই ( এম) এর দিলীপ দেববর্মা। মজলিসপুর কেন্দ্রে মানিক দে এবং আশারামবাড়ীতে অঘোর দেববর্মাকে প্রার্থী করেছিল বামফ্রন্ট। শারীরিক অসুস্থতার জন্য এই দুই জনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাধারঘাট কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অ্যাডভোকেট পার্থ রঞ্জন সরকার। তিন জনই নতুন প্রার্থী।
রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষে
নারায়ণ কর এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.