নাকা চেকিং -এ উদ্ধার ব্রাউন সুগার!!
নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হল ব্রাউন সুগার। ঘটনা শনিবার তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এলাকাযয়। তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাবার পথে TRO1-D-4431 নম্বরের অটো গাড়িটি আটক করে চেকিং করতে গিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় ব্রাউন সুগার। গাড়ি চালকের নাম সুদীপ মালাকার। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়। পুলিশ তাকে আটক করেছে।