সঙ্গীর অভাবে মাঠে নামতে পারছেন না তৃণমূল প্রার্থী!!

 সঙ্গীর অভাবে মাঠে নামতে পারছেন না তৃণমূল প্রার্থী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। পশ্চিমবঙ্গের দিদির দেখানো পথে রাজ্যের উন্নয়ন করবেন তারা। পশ্চিমবঙ্গের মতো নানা প্রকল্প রাজ্যেও চালু করবেন। অথচ ৩০ জানুয়ারি মনোনয়ন জমা শেষ হলেও ঘর বন্দী জীবন কাটাচ্ছেন আমবাসার তৃণমূলের প্রার্থী প্রাক্তন সেনা কর্মী চন্দন মগ চৌধুরী। জানা গেছে দলীয় সঙ্গীর অভাবেই তিনি মাঠে নামতে পারছেন না। দলের কোন নেতাকর্মী আমবাসাতে নেই, এমন কথা বলা যাবে না। বিগত ২০২১ সালের নভেম্বর মাসে আমবাসা পুর নির্বাচনে ১৫ টি ওয়ার্ডের মধ্যে মোট ভোটার সংখ্যা (ভোট দানকারী) ৯৩০৩ এর মধ্যে তৃণমূল দলে ভোট আসে ২৪৪০ টি।

অর্থাৎ এক পুর এলাকাতেই দলের সভ্যসমর্থক ছিলেন ২৪৪০ জন। প্রশ্ন এসে যায়,এক পুর এলাকাতেই যদি এত সভ্য সমর্থক,তাহলে পুরো বিধানসভায় কি দলের সমর্থক নেই? তাহলে নেতা কর্মীর অভাবটা কোথায়। আসলে পুরনির্বাচনে এতটা ভোট পেলেও ভোটারদের দলে আটকে রাখার মত কোন কাজই করেনি চন্দন বাবুরা। বলা যায় চাতক পাখি বা অমাবস্যার চাঁদের মতই আছেন দলের নেতারা। দল করবেন নেতা হবেন প্রার্থী হবেন অথচ দলের সভ্যসমর্থকদের খোঁজখবর করবেন না, সেটা তো মেনে নেওয়া যায় না।

তাই এত সভ্য সমর্থক থাকার পরেও চন্দন বাবু কর্মীর অভাবে দলের পক্ষে এবং নিজের পক্ষে প্রচারে বেরুতে পারছেন না। যতদূর জানা গেছে,দলের আমবাসার যুবক এবং বর্তমান জেলা সভাপতি সুমন দে কে দল এবার প্রার্থী করেছে ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রে। সুমনের অভাব বোধ করছে আমবাসার তৃণমূলের বেচে বর্তে থাকা সভ্য সমর্থকরা। জানা গেছে, নির্বাচনের জন্য দলীয়ভাবে এখনো অর্থ হাতে আসেনি। তাই নাকি এই অবস্থা। তবে এটাও সত্য,আমবাসা নির্বাচন ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী রয়েছে সেটা কিন্তু বুঝাই যাচ্ছে না। বিধানসভা এলাকার দু একটি জায়গা ছাড়া

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.