কমিউনিস্ট, কংগ্রেস মুক্ত রাজ্য গড়তে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী
বিধানসভার আসন্ন নির্বাচনে খুবই ভালো ফল করবে বিজেপি। প্রত্যাশার চাইতেও অনেক বেশি আসন নিয়ে রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপির প্রার্থীগণ।কারণ বিজেপি মানুষের সর্বতো কল্যাণে বিশ্বাস করে।এই পার্টি আমজনতার পার্টি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় কাজ করে চলছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তাই মানুষের আশীর্বাদ থাকবে এই দলের উপর। রবিবার রাজধানীর গোয়ালাবস্তি এবং মাস্টারপাড়া এলাকায় পৃথক পৃথক জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।আসন্ন নির্বাচনে কংগ্রেস সিপিএমের অশুভ জোট নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ব্যস্ততা একেবারে তুঙ্গে।এই নির্বাচনে নিজেও ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট প্রার্থী তিনি।প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে। তিনি নিজের নির্বাচনি কেন্দ্রে যেমন সময় দিচ্ছেন ঠিক তেমনি দলীয় প্রার্থীদের সমর্থনেও রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন।রবিবার সকালেও মুখ্যমন্ত্রী বড়জলা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডা. দিলীপ দাসের সমর্থনে হাজির হন রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়।সেখানে বাড়ি বাড়ি প্রচারের সময়ে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী ডা.দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ।জনসংযোগ কর্মসূচিতে মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।জেনে নেন তাদের সুবিধা অসুবিধার কথা। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। এদিন ফের একবার কংগ্রেস সিপিএমের জোট নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, কংগ্রেসের লোক এখন সিপিএম পার্টি অফিস থেকে বের হয়। এ যেন অদ্ভুত এক পরিস্থিতি রাজ্যে। সাধারণ মানুষ নীতি-আদর্শহীন এ ধরনের অশুভ আঁতাত কোনওভাবেই মেনে নেবেন না।কমিউনিস্ট-কংগ্রেস মুক্ত ত্রিপুরা গড়তে এবং রাজ্যজুড়ে চলমান উন্নয়নের প্রক্রিয়াকে আরও জোরদার করতে আগামী ১৬ ফেব্রুয়ারী পদ্মচিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার আহ্বান রাখেন তিনি ৷ এর আগেও বিভিন্ন জনসমাবেশে কংগ্রেস-সিপিএম দলের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সিপিএমকে খুন, সন্ত্রাসের পার্টি এবং কংগ্রেসকে উচ্ছৃঙ্খল পার্টি বলে আখ্যায়িত করেন।মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকারের কাজকর্মে ভীষণ খুশি আপামর জনসাধারণ। যা আসন্ন নির্বাচনে প্রতিফলিত হবে।গোয়ালাবস্তির প্রচার কর্মসূচির পর মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্র বড়দোয়ালীর মাস্টারপাড়া এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।তিনি এদিন বেশ কিছু বুথে জনসংযোগে যান। এদিকে, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন বনমালীপুরে ২৬, ২৭,৩৪,৩৫,৩৬ এবং ৩৭ নং বুথে জনসংযোগ কর্মসূচি চালান। এদিন তিনি ব্লু লোটাস ক্লাব সংলগ্ন এলাকার এক নির্বাচনি সভাতেও অংশ নেন। শ্রী ভট্টাচার্য, বিজেপির জয়ে বনমালীপুরের মহিলারাই অগ্রণীয় ভূমিকা নেবেন। তারা সম্পূর্ণবাবে জাগ্রত।এদিন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিধায়ক সুরজিৎ দরে নেতৃত্বে বাইক মিছিল বের হয়। শ্রীদত্ত হুড খোলা গাড়িতে মিছিলে অংশ নেন। মিছিল রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে।