প্লেনারির দিশা
আগামী বছর, ২০২৪-এর মে মাসে অষ্টাদশ লোকসভার নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী দল গুলোর মধ্যে ঐক্যের চেহারাটা কিরকম হবে তা নিয়ে বিগত দিনগুলোতে বেশ ক’বার আলাপ আলোচনা হয়েছে।কিন্তু বিরোধী জোট গঠনের প্রাথমিক প্রস্তুতি ও বার্তালাপ শুরু হলেও তা এখনও চূড়ান্ত দিশা দেখাতে পারেনি।এই অনিশ্চয়তার মধ্যেই চলতি ফেব্রুয়ারী মাসের ২৪ থেকে ২৬ পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুরে তিনদিনের প্লেনারি সেশনের আয়োজন করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। বিধিমতো এই প্লেনারি সেশনেই গঠিত হবে কংগ্রেসের কার্যকরী কমিটি।
গোটা দেশের এ আইসিসির সদস্যরা এই প্লেনারি সেশনে হাজির থাকবেন। সেখান থেকেই রণকৌশল তৈরি করা হবে দল আগামীদিনে কোন্ পথে চলবে। কংগ্রেসের এই ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনেই ২০২৪ -এর লোকসভা ভোটের জন্য দলের জাতীয় নির্বাচনি ইস্তাহারের প্রাথমিক খসড়া প্রস্তুতি করা হবে।এই অধিবেশন থেকেই প্রস্তাব পাস করা হবে আগামী দিনে কোন্ কোন্ ইস্যুকে দল অগ্রাধিকার দিতে চায়। ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয়েছে, যার মাথায় রয়েছেন দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ।
যেহেতু ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ দেশের লোকসভা নির্বাচন, সেদিক থেকে কংগ্রেসের এই প্লেনারি সেশন শুধু দলের রাজনৈতিক কিংবা অর্থনৈতিক দিশা নিরুপণের লক্ষ্যেই গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল শাসক বিজেপি জোটের বিরুদ্ধে একটি সার্থক ও কার্যকরী বিরোধী জোট গঠন করা। যার নেতৃত্ব অবশ্যই বড় দল হিসাবে কংগ্রেস গ্রহণ করতে পারে। যদিও কংগ্রেসের এই ৮৫ তম প্লেনারী সেশনকে সামনে রেখেই বিরোধী জোট গঠনের প্রয়াসের কথা শোনা গেল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সলমন খুরশিদের গলায়। গত ১৮ ফেব্রুয়ারী তাৎপর্যপূর্ণভাবেই খুরশিদ বললেন, কংগ্রেস আদপে যা চায়, অন্য বিরোধী দলগুলোও তাই চায়।
কিন্তু ভালোবাসার ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু আগে কে ভালোবাসার প্রস্তাবটা দেবে সেটা নিয়েই একটা দ্বিধা- কাজ করে। আমি তোমায় ভালোবাসি এই কথাটা বলা নিয়ে তু-তু, ম্যায় ম্যায় এই জাতীয় একটা আড়ষ্টতার কারণে বিরোধী জোট গঠন প্রক্রিয়া দেরি হচ্ছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সলমন খুরশিদ। আবার একইভাবে আরেকটি ইঙ্গিতপূর্ণ কথা শোনা গেল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছ থেকে। তিনি বললেন কংগ্রেস বড় দল, তাই বিরোধী জোট তৈরি করার প্রস্তাব কংগ্রেসের থেকেই আসা উচিত। নীতিশ বিহারে বামেদের এক কনভেনশনে যোগ দিয়ে বলেন, বিরোধীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কংগ্রেসের আর দেরি করা উচিত হবে না।
আমরা ডাকের অপেক্ষায় আছি। আমরা দিল্লী যাব, সোনিয়া রাহুলের সঙ্গে বৈঠক করবে।একসময়ের বিজেপির জোটসঙ্গী নীতিশের মুখ থেকে ২০২৪এর লোকসভার জন্য বিরোধী জোট গঠনের ক্ষেত্রে তার এই অভিপ্রায় এবং কংগ্রেসকে সেই জোট গঠনের জন্য প্রস্তুতি শুরু করার আহ্বান এই বিষয়টিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনও ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। কারণ নীতিশের সুরে সুর মিলিয়ে লালু পুত্র তেজস্বীরা কথাতেও উঠে এসেছে বিজেপি বিরোধী জোট গঠনে কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান। তিনি বলছেন, জোট গড়তে এখনই আঞ্চলিক দলগুলিকে ডাকা উচিত কংগ্রেসের। যেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে লক কংগ্রেস।
তবে জোট গঠনের ক্ষেত্রে কংগ্রেসকে আর দেরি করা উচিত নয়।অর্থাৎ কংগ্রেসের আসন্ন প্লেনারি অধিবেশন থেকেই বিরোধী জোট গঠনের কাজে সলতে পাকানো শুরু হয়ে যাবে এটা একরকম পরিষ্কার। ইতিমধ্যেই প্লেনারির জন্য বীরাপ্পা, মইলিকে রাজনৈতিক প্রস্তাব এবং পি চিদাম্বরমকে অর্থনৈতিক প্রস্তাব গঠনের দায়িত্ব দিয়েছেন সভাপতি খাড়গে। এছাড়া সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন, কৃষক, কৃষি, যুব সমাজ, শিক্ষা, কর্ম বিনিয়োগ সহ আন্তর্জাতিক ইস্যু নিয়েও দলের রণকৌশল অবস্থান স্পষ্ট করা হবে। সব মিলিয়ে রায়পুরে অনুষ্ঠিতব্য কংগ্রেসের ৮৫ তম প্লেনারি অধিবেশন ঘিরেই বিজেপি বিরোধী ঐক্য জোট দানা বাঁধতে চলছে তা বিরোধী পক্ষের তরফে ঐক্য ও জোট বদ্ধ লড়াইয়ের আহ্বানের মধ্য দিয়েই অনেকটাই খোলসা করে দিলেন নীতিশ কুমারেরা। এখন এই জোট বাস্তবে কি চেহারায় প্রকাশ্যে আসে সেটাই দেখার।