শান্তি বজায় রাখতে পুলিশের সর্বদলীয় বৈঠক
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আগামী ২ মার্চ ঘোষণা হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে যেন রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস না হয় এবং রাজ্যে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এই বিষয়গুলো নিয়ে মঙ্গলবার আগরতলা পশ্চিম থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন সদর এসডিপিও অজয় কুমার দাস। ভোট গননার দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যায়, এই বিষয়েও এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে মতামত নেন এসডিপিও অজয় কুমার দাস। এছাড়াও তিনি আরও বলেন, যদি কেউ কোনো ধরনের অশান্তিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। পাশাপাশি এদিন তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনকে সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দল এবং সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।