শিকল ছিঁড়ে পালিয়ে গেছে হাতি!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বন দপ্তরের চরম খামখেয়ালির কারণে শিকল ছিঁড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল কিশোর নামে একটি পুরুষ হাতি। নিখোঁজ হাতির খোঁজে চলছে জোর তল্লাশি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে বৃহস্পতিবার বিকেলে।
জানা গেছে মুঙ্গিয়াকামী হাতিক্যাম্পে চারটি হাতি রয়েছে। এর মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাউথের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিঁড়ে পালিয়ে গেছে।
আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গলে নিখোঁজ হয়ে যায় হাতিটি। হাতি পালিয়ে যাওয়ার দীর্ঘ ১৮ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার বিকেলে হাতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও, ঘটনাটিকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করে বনদপ্তরের আধিকারিকরা। শুক্রবার সকালে হাতি নিখোঁজ হওয়ার ঘটনা চাউড় হতেই হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিক সহ বনদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে, বনদপ্তরের বিশাল বাহিনী আঠারো মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে তল্লাশি অভিযান শুরু করলেও এখনো হাতির খোঁজ মেলেনি।