শপথ গ্রহণে আসছেন মোদি!
তেইশের নির্বাচনের ফলাফল বেরিয়ে আসার চব্বিশ ঘন্টা পর রাজ্যপালের কাছে প্রথাগতভাবে পদত্যাগপত্র দাখিল করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্যের হাতে তার ইস্তফাপত্র তুলে দিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও রাজ্যপালের কাছে পদত্যাগপত্র তুলে দেন। রাজ্যপাল শ্রীআর্য বিদায়ী মুখ্যমন্ত্রীকে নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। গরিষ্ঠতাসহ বিজেপি সরকার প্রত্যাবর্তন করায় রাজ্যপাল এদিন মুখ্যমন্ত্রী ডা. সাহাকে অভিনন্দন জানিয়েছেন।পদত্যাগপত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্ৰী ডা. মানিক সাহা সাংবাদিকদের জানান, আগামী ৮ মার্চ নয়া মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। পরিষদীয় দলনেতা নির্বাচন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে দলীয় প্রস্তুতি চলছে। যথা সময়ে এ বিষয়ে জানানো হবে। এদিকে, বিজেপি সূত্রে জানা গেছে, পরিষদীয় দলনেতা নির্বাচনের বৈঠকে অংশ নিতে দিল্লী থেকে এক দুইদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন। শনিবারই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে পরিষদীয় দলনেতা এবং মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, শাসক দলের অপর সূত্রে জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে
হবে বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। তাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বি নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন হাইপ্রোফাইল নেতাও বা শপথগ্রহণ সমারোহে উপস্থিত থাকবেন। সব কিছু মিলিয়ে পদ্মশিবিরে এখন জোর তৎপরতা চলছে। আস্তাবলে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর কদমে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে, বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকালে চার্টার্ড বিমানে রাজ্যে আসতে পারেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যতদূর করে জানা গেছে, পরিষদীয় নেতা নির্বাচনের বৈঠকের তৎপরতাতেই তার রাজ্য সফর। ওই বৈঠকে প্রদেশ বিজেপি প্রভারি ডা. মহেশ শর্মা, নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং, সংগঠন এবং মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা সহ অন্যরাও যোগ দেবেন। উল্লেখ্য, নির্বাচনি প্রচারের সময়েই প্রধানমন্ত্রীর নতুন সরকারের শপথে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়। সে অনুযায়ীই চলছে নে যাবতীয় কর্মসূচি।