মন্ত্রীদের দপ্তর বন্টন, মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন একাধিক দপ্তর!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। অবশেষে শুক্রবার নবনির্বাচিত কেবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হলো। প্রকাশিত সূচী অনুযায়ী রতন লাল নাথ কে বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যান এবং নির্বাচন দপ্তরের মন্ত্রী করা হয়েছে। গত পাচ বছরে তিনি শিক্ষা, আইন এবং সংসদীয় দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই দপ্তরগুলো এবার মুখ্যমন্ত্রীর হাতে রাখা হয়েছে। প্রণজিত সিংহ রায় কে এবার অর্থ, পরিকল্পনা এবং তথ্যপ্রযুক্তির মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সুশান্ত চৌধুরীকে করা হয়েছে খাদ্য, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী। আগের সরকারে তার হাতে ছিল তথ্যসংসস্কৃতি দপ্তর এবং পানীয় জল। এই দুটি দপ্তরো মুখ্যমন্ত্রীর হাতে রাখা হয়েছে। শান্তনা চাকমা কে শিল্প, বানিজ্য, জেল এবং ওবিসি কল্যান দপ্তরের মন্ত্রী করা হয়েছে। আগের সরকারে তার হাতে ছিল সমাজ কল্যান ও সমাজ শিক্ষা। এই দপ্তর টি এবার টিংকু রায়কে দেওয়া হয়েছে। সেই সাথে তাকে যুব কল্যান ও ক্রীড়া, শ্রমদপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকাশ দেব্বর্মা কে দেওয়া হয়েছে জনজাতি কল্যান, হস্ততাত হস্তশিল্প ও পরিসংখ্যান দপ্তর। সুধাংশু দাস কে করা হয়েছে তপশিলী কল্যাণ, প্রাণীসম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী। শুক্লাচরণ নোয়াতিয়া পেয়েছেন সমবায়, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। সেই সাথে বণ্টন হয়নি গ্রামোন্নয়ন, পঞ্চায়েত, রাজস্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, নগর উন্নয়ন, বন, দমকল সহ আরো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর বণ্টন করা হয়নি। এগুলো মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন।