ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলো বামগ্রেস নেতৃত্ব!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শুক্রবার ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বাম-গ্রেসের আট সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার,সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের সাংসদ আর নটরাজন, বিনয় ভূষন সহ আরও বেশ কয়েকজন। প্রতিনিধি দলটি প্রথমে স্টেট গেস্ট হাউসে বৈঠকে বসে। পরবর্তীতে মোট তিনটি টিম রাজ্যের তিনটি জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যায়। এদের মধ্যে একটি টিম বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়।