বার্ড ফ্লু-তে আক্রান্ত  শিশু! 

 বার্ড ফ্লু-তে আক্রান্ত  শিশু! 
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ  চিনে প্রথম মানুষের শরীরে ধরা পড়ল বার্ড ফ্লু। জানা গেছে, চিনে বছর চারেকের একটি শিশু  বার্ড ফ্লু-তে  আক্রান্ত হয়েছে । তার শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রামক স্ট্রেন এইচ৩এন৮  হদিশ মিলেছে। তবে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন। 

Avatar

Dainik Sambad

Leave a Reply

Your email address will not be published.