বিজেপি সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তুলতে চায়ঃ টিংঙ্কু
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিজেপি সরকার গোটা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাকে আর্থিক ও সামাজিকভাবে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চায়। রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।
প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন মন্ত্রী টিঙ্কু রায়।
এছাড়াও এদিন তিনি সমাজ গড়ার ক্ষেত্রে নারীদের অসামান্য অবদান ও সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্যে নারীদের সশক্তিকরণের ক্ষেত্রে রাজ্যসরকারের বিভিন্ন কর্মসূচীর কথাও তুলে ধরেন নিজের বক্তব্যের মধ্য দিয়ে।
উল্লেখ্য, গত ৮ই মার্চ থেকে গোটা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার অর্থাৎ ১৪ই মার্চ নারী দিবস উপলক্ষে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এক রাজ্যভিত্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যা শর্মীলা চৌধুরী।
এদিন প্রথমেই মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় স্বনামধন্য ‘মেঘবালিকা’ মিউজিক ব্যান্ডের দ্বারা। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়। এদিন বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারীদের সংবর্ধনা জানানো হয়।