আধার-প্যান লিঙ্কের সময় বৃদ্ধির

 আধার-প্যান লিঙ্কের সময় বৃদ্ধির
এই খবর শেয়ার করুন (Share this news)

আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আরও ছয় মাস বৃদ্ধি করা হোক এবং ১০০০ টাকার যে ফি নেওয়া হচ্ছে সেটি বাতিল করা হোক। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এই মর্মে অনুরোধ করেছেন। চিঠিতে তিনি রাজস্ব দপ্তর কর্তৃক জারি করা নোটিফিকেশনের কথা উল্লেখ করেন যাতে বলা হয়েছে ২০২৩সালের ৩১ মার্চের মধ্যে যেন মানুষ ১০০০ টাকা প্রদান করে আধারের সাথে তাদের প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেয়। অন্যথা পরবর্তী সময়ে তাদের প্যান কার্ড অকার্যকর হয়ে পড়বে। চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী জানান, ভারতবাসীদের একটি বড় অংশ দেশের খুবই প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাস করেন যেখানে ইন্টারনেট সুবিধা উপলব্ধ নয়। সেখানে কিছু দুষ্টচক্র অতিরিক্ত অর্থ নিয়ে এই সাধারণ কিংবা নিরীহ নাগরিকদের ঠকাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ করেন কেন্দ্রীয় সরকার যাতে পোস্ট অফিসগুলোকে এই মর্মে নির্দেশ দেয় যাতে বিনামূল্যে মানুষকে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে যেন তারা সহায়তা করে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে একটি দু:স্বপ্নের দিকে এগিয়ে চলেছে যাতে ভবিষ্যতে কষ্টে পড়তে হবে বহু মানুষকে। সুতরাং অবিলম্বে অর্থ মন্ত্রক, রাজস্ব দপ্তর ইত্যাদির মাধ্যমে পোস্ট অফিস এবং সাব পোস্ট অফিসগুলোকে যাতে এই কাজটির দায়িত্ব দেওয়া হয়। এতে স্বচ্ছতাও থাকবে এবং নির্বিঘ্নে কাজটি সম্পন্ন হবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ চৌধুরী। এর আগে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার বিনিময়ে ৫০০ টাকা নেওয়া হতো যা ২০২২ সালের ১ জুলাই থেকে ১০০০ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, কিছু দুষ্টচক্র বিনামূল্যে কিংবা কম পয়সায় আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে দেওয়ার নাম করে মানুষের টাকা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। এই প্রতারক চক্রগুলো ফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে জাল বিছিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তাই অর্থ কিংবা তথ্যের লেনদেনের ক্ষেত্রে মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.