রাজ্য জুড়ে বাসন্তী পুজোর জোড় প্রস্তুতি চলছে!

 রাজ্য জুড়ে বাসন্তী পুজোর জোড় প্রস্তুতি চলছে!
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য বাসন্তী পুজোর জোড় প্রস্তুতি চলছে!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বনের মধ্যে ধর্মীয় বড় উৎসব হলো আশ্বিন মাসের শারদোউৎসব। আশ্বিন মাসের দুর্গাপূজা উপলক্ষে লম্বা সময় থেকেই পুজা প্রস্তুতি নেয় রাজধানীর বিভিন্ন ক্লাব গুলো।কিন্ত, পুরান মতে চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গাপুজো। যদিও এখন আশ্বিন মাসে শুক্লপক্ষের দুর্গাপুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। তবে যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন, বাঙালির আদি দুর্গাপুজো কিন্তু এই চৈত্র মাসেই। বছর ঘুরেই এলো চৈত্র মাস। শাস্ত্র অনুযায়ী আগামী ২৮ শে মার্চ বাসন্তী পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাসন্তী পুজোর আয়োজন চলছে। তবে এবছর পুজোর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। এযাবতকাল পর্যন্ত বাসন্তীপুজো ছিল হাতেগোনা।তার মধ্যে রাজ্যে সবচেয়ে বড় পুজো প্রচলিত ছিল দুর্গাবাড়িতে। বাড়িঘরে পুজো হত। কিন্তু এবছর শারদোউৎসবের মতই রূপ নিচ্ছে বাসন্তী পুজো। এবছর অনেক জায়গাতেই নতুন করে পুজো শুরু হতে যাচ্ছে। দুর্গাপূজার বিগবাজেটের নাম রাখা ক্লাবগুলোর মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন, শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা সহ বিভিন্ন ক্লাব এবছর বাসন্তী মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে। ক্লাবগুলোর এই উদ্দ্যোগ যেমন ধর্মীয় ঐতিহ্য পরম্পরাকে আরো একসুত্রে গাথবে তেমনি উৎসবমুখর বাঙ্গালীকে সপ্তমী থেকে দশমী মিলনমেলায় পরিনত করবে। রাজধানীর মুর্তিপাড়ার কারিগররাও জানালেন অন্যান্য বছরের থেকে এবছর মুর্তি প্রস্তুতীর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলাচলে দুবছর কোভিড কালের পর বাসন্তী মায়ের আরাধনা এবার বাড়তি মাত্রা পাচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.