আইজিএমে চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আবারও আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে আই জি এম হাসপাতালে দক্ষিণ নলছড়ের বাসিন্দা প্রশান্ত দাসের সাত মাসের এক শিশুর মৃত্যু ঘিরে এই অভিযোগ তুলে শিশুর পরিবারের লোকেরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত বেশ কয়েকদিন যাবৎ জ্বর ছিল শিশুটির। এরপর শিশুটিকে হাপানিয়া হাসপাতালে দেখানো হয়। কিন্তু জ্বর না কমায় শিশুটির পরিবার চিকিৎসার জন্য শিশুটিকে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অক্সিজেন সহযোগে রেফার করা হয় রাজধানীর আইজিএম হাসপাতালে। পরিবারের অভিযোগ, এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পরিবারের লোক জানান, হাসপাতালে যখন আনা হয়েছিল তখনও জীবিত ছিল শিশুটি। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে শিশুটির, এমনটাই অভিযোগ পরিবারের। পাশাপাশি পোস্টমর্টেমের জন্যও নাকি বলেছেন ডাক্তাররা। তবে এবিষয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসকদের থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
শিশুর মৃত্যু ঘিরে কান্নায় ভেঙে পড়ে শিশুটির মা সহ গোটা পরিবার। পরিবারের তরফে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।