ভিলেজ কাউন্সিল ভোটের দাবিতে ফের হাইকোর্টে মথা
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যের ভিলেজ কাউন্সিলগুলির নির্বাচনের দাবি নিয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ হলো তিপ্ৰা মথা দল। দলের পক্ষ থেকে বুধবার হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তিপ্রা মথার সাধারণ সম্পাদক, বিধায়ক আইনজীবী বৃষকেতু দেববর্মা এবং আইনজীবী অ্যান্টনি দেববর্মা। এর আগেও ভিলেজ কাউন্সিলগুলোর নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছিল। সেই মামলায় গত ১৯ নভেম্বর রায় দিয়ে উচ্চ আদালত রাজ্য নির্বাচন দপ্তরকে বলেছিল মার্চ ২০২৩ এর মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন করা যায় কিনা তা খতিয়ে দেখতে। কিন্তু ওই সময়ের মধ্যে নির্বাচন করা যায়নি। তাই তিপ্রা মথা দলের পক্ষে বুধবার পুনরায় উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করে বিধায়ক আইনজীবী বৃষকেতু দেববর্মা জানান, আগামী ১৩ এপ্রিলের পর আদালত মামলার শুনানি গ্রহণ করবেন।এই বিষয়ে বিধায়ক শ্রী দেববর্মা আরও বলেন, রাজ্যে পঞ্চায়েত,এডিসি, পুরসভা, নগর পঞ্চায়েত এবং সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। অথচ রহস্যজনকভাবে ভিলেজ কাউন্সিল নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। রিয়াং শরণার্থীদের নাম ভোটার তালিকায় তেলার কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে বিধানসভা নির্বাচন হয়ে গেছে। অথচ পাহাড় এলাকার জনগণ হয়রানির শিকার হচ্ছেন। ভিলেজ কাউন্সিলে জনপ্রতিনিধি না থাকায় কোনও কাজই করা সম্ভব হচ্ছে না। পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার সমাধানে কোনও কাজ করা যাচ্ছে না। ভিলেজ কাউন্সিল নির্বাচন যত দেরি হচ্ছে, ততই মানুষের সমস্যা বাড়ছে। রাজ্যের মোট ৫৮৭টি ভিলেজ কাউন্সিল রয়েছে। ২০২১ সালের ৭ মার্চ ভিলেজ কাউন্সিলগুলির মেয়াদ শেষ হয়ে গেছে। দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরও নির্বাচন হয়নি। কেন্দ্রীয় সরকারের যতগুলি লাইন ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলিও সঠিকভাবে কাজ করতে পারছে না।