সেনা বাহিনীর পূর্বোত্তর কার র্যালি!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ণ কমান্ড উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত রাজধানী শহরগুলিকে যুক্ত করে একটি প্যান নর্থ ইস্ট কার র্যালির আয়োজন করেছে । যার নাম দেওয়া হয়েছে “পূর্বোত্তর ভারত পরিক্রমা”,। কোলকাতা ফোর্ট উইলিয়ামস থেকে শুরু হয়ে হয়েছে এই র্যালি। উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য গুলিতে এই র্যালি পরিক্রমা করবে। এই উদ্যোগের লক্ষ্য হল যুব, মুক্তিযোদ্ধা, বীরত্ব পুরস্কার বিজয়ী এবং আরও অনেকের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করা এবং ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলা। গত ২২ মার্চ র্যালির সূচনা করেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা, জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড। শুক্রবার তারা আগরতলা এসে পৌছেছে। শনিবার কার র্যালিতে অংশগ্রহণকারী সদস্যরা আলবার্ট এক্কা পার্কে মুক্তিযোদ্ধা এবং শহীদ সেনা বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৫০০০ কিলোমিটার পরিক্রমা করবে এই র্যালি।আগামীকাল তারা শিলচরের উদ্দেশ্য রওনা হবে।