রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
শুরু হল পাঁচদিন ব্যাপী দাবা প্রতিযোগিতা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় আগরতলার এন এস আর সি সি হলে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল, পাঁচ দিন ব্যাপী এক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সহ মোট ১০৮ জন খেলোয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে খেলোয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় এটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক সাহা। তিনি আরও জানান, মূলত ছাত্র-ছাত্রীদের এই খেলার প্রতি উদ্বুদ্ধ করতে এবং বিভিন্ন স্তরে এই খেলাকে অন্তর্ভুক্ত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দাবাকে কিভাবে রাজ্যের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করে কিভাবে ক্লাব লীগ টুর্নামেন্ট হিসেবে চালু করা যায় সে বিষয়েও রাজ্য সরকারের সঙ্গে আলোচনাক্রমে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সম্পাদক।