বনের ওল খেয়ে অসুস্থ পাঁচ জন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বনের মাশরুম অর্থাৎ ওল খেয়ে মারাত্মকভাবে শারীরিক অবস্থার অবনতি ঘটে একই পরিবারের পাঁচজনের। ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত ধারিয়াতল এডিসি ভিলেজ কমিটির পুরান লেম্বু তলী এলাকায়। শনিবার দুপুরে একই পরিবারের পাঁচজন বনের ওল রান্না করে খায়। বিকেলবেলা হঠাৎ করে পাঁচজনের বমি শুরু হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। অসুস্থ পাঁচ জনের নাম হলো মেনকা দেববর্মা, সঞ্জীব দেববর্মা, বিপ্লব দেববর্মা, অ্যাঞ্জেলিনা দেববর্মা। তিন বছরের শিশু চম্পা দেববর্মা।