কোভিড-১৯ দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫,৩৫৭ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৮১৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথা প্রদান করেছে। গত এক পক্ষকালের মধ্যে ১১ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৫,৩০,৯৬৫ জন। এর মধ্যে তিনটি মৃত্যুর খবর পাওয়া গেছে গুজরাট থেকে, দুটি হিমাচলপ্রদেশ এবং একটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং কেরালা থেকে। কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৪,৪৭,৫৬,৬১৬ জন। কোভিড-১৯ থেকে সেরে ওঠার জাতীয় হার রেকর্ড করা হয়েছে ৯৮.৭৪ শতাংশ। এখন পর্যন্ত সেরে উঠেছেন মোট ৪,৪১,৯২,৮৩৭ জন। এখন পর্যন্ত গোটা দেশে কোভিড ভ্যাকসিনের মোট ২২০.৬৬ কোটি ডোজ প্রদান করা হয়েছে। এদিকে, কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী ১০ এপ্রিল এবং ১১ এপ্রিল গোটা দেশজুড়ে একটি মক ড্রিল অনুষ্ঠিত হবে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারী এবং বেসরকারী হাসপাতালগুলো কতোটা প্রস্তুত সেটি ওই সময় খতিয়ে দেখা
হবে।আগামী ১০ এপ্রিল এই মকড্রিল পর্যবেক্ষণে ঝাজ্জার এর এইসম হাসপাতাল পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মান্ডবিয়া। ৭ এপ্রিল অনুষ্ঠিত একটি পর্যালোচনামূলক বৈঠকে মান্ডবিয়া রাজ্যগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের উদ্দেশে আহ্বান রাখেন তারাও যেন আগামীকাল ও পরশুদিন হাসপাতালগুলো পরিদর্শন করে সরেজমিনে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন। এই কাজে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকদের সহায়তা গ্রহণের পরামর্শ দেন তিনি।