গণ্ডাছড়ায় তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু

 গণ্ডাছড়ায় তিন কিশোরীর মর্মান্তিক মৃত্যু
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || একদিনে তিন কিশোরীর মৃত্যু ঘিরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। দুই কিশোরীর মৃত্যুর খবর প্রশাসনের গোচরে থাকলেও, অপর এক কিশোরীর মৃত্যুর খবর প্রশাসনের গোচরে নেই বলে এলাকাবাসীর অভিযোগ। প্রসঙ্গত, গণ্ডাছড়া মহকুমার নাক্কাছড়া এডিসি ভিলেজের অমূল্যধন পাড়ার মরাক্কাজি চাকমার ছয় বছরের শিশুকন্যা কালিন্দি চাকমা শনিবার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় স্নান করতে গিয়ে তলিয়ে যায়।ওই এলাকার লোকজন শনিবার বিকাল থেকে খোঁজাখুঁজি করেও শিশুকন্যাটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। রবিবার পাড়ার লোকজন মিলে তল্লাশি চালিয়ে ছয় বছরের শিশুকন্যার নিথর দেহ বেলা এগারোটায় উদ্ধার করেন।জানা যায়, ওই পরিবারটি এতটাই অসহায় কিশোরীর মৃতদেহটি গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার সামর্থ্য ছিল না। অবশেষে প্রশাসনের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে বাড়িতেই অন্ত্যেষ্টির কাজ করতে বাধ্য হন পরিবারের সদস্য সহ এলাকাবাসী। অপরদিকে, সরমা নদীতে তলিয়ে যাওয়ার প্রায় বাইশ ঘন্টা পর উদ্ধার হলো দুই কিশোরীর নিথর দেহ। প্রসঙ্গত, গতকাল বিশ্বকেতু পাড়ায় সরমা নদীতে তলিয়ে যায় সীমা চাকমা (সাত), শাস্তি মালা চাকমা (পনেরো) নামে দুই কিশোরী। এলাকার সাধারণ মানুষ এবং গণ্ডাছড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা একাধিক প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন দুই কিশোরীকে উদ্ধার করতে। গতকাল রাতেই আগরতলা থেকে এনডিআরএফের টিম রওয়ানা হয় গণ্ডাছড়ার উদ্দেশে। এনডিআরএফের জওয়ানরা আজ ভোর থেকে তল্লাশি চালিয়ে সাড়ে এগারোটা নাগাদ উদ্ধার করেন দুই কিশোরীর নিথর দেহ। দুই কিশোরীকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী এবং গণ্ডাছড়া থানার পুলিশ গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই দুই কিশোরীর মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একই দিনে তিন কিশোরীর মর্মান্তিক ঘটনায় মহকুমাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.