উন্নয়নকর্ম খতিয়ে দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ড খতিয়ে দেখতে সোমবার দু’দিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি। এ দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আগরতলা এসে সকালে তিনি রবীন্দ্র ভবনে আয়োজিত নর্থ-ইস্ট সিকিউরিটি এডুকেশন অ্যাণ্ড গ্লোবাল এমপ্লয়াবিলিটি কনক্লেভে যোগ দেন এই কনক্লেভ আয়োজন করেে ‘দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিউরিটি ইণ্ডাস্ট্রি ভারত সরকারের স্বীকৃত এ প্রতিষ্ঠানটি মূলত বেসরকারী নিরাপত্তায় প্রশিক্ষণের কাজ করে। এই সংস্থাটি উত্তর-পূর্বের আটটি রাজ্যে একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে। ত্রিপুরায় হবে ড্রোন টেকনোলজি অর্থাৎ ‘ড্রোন পাইলট’ প্রশিক্ষণ কেন্দ্র। এতে রাজ্যের যুবক- যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কনক্লেভ শেষে এদিন বিকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সাথে নিয়ে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে যান। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরেশ্বরী মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ চলছে। পর্যটন বিকাশকে মাথায় রেখেই ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন রূপ দেওয়া হচ্ছে। কাজ শুরু হয়েছে দেড় বছর আগে থেকে। এখন নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে । মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নয়া রূপ বাস্তবায়নে প্রসাদ প্রকল্পে ব্যয় করা হচ্ছে ৩৭কোটি টাকা। তবে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী. জানিয়েছেন, প্রকল্প ব্যয় আরও বাড়বে। কম করে ১০ থেকে ১৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্প বাস্তবায়নের যাবতীয় খুঁটিনাটি এবং নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। ওই সময় উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।
আগামীকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রী একটি বেসরকারী হোটেলে আয়োজিত বেসরকারী নিরাপত্তা প্রশিক্ষণ সংক্রান্ত একটি সেমিনারে অংশ নেবেন। সেমিনার শেষে তিনি পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীকে নিয়ে নিশ্চিন্তপুর লস্টেশন পরিদর্শনে যাবেন। সেখান থকে ফিরে বিকাল সাড়ে তিনটায় ভারত সরকারের অধীনস্থ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর আধিকারিক ও প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষ করে তিনি সন্ধ্যার বিমানে রাজ্য ত্যাগ করবেন।