তীব্র গরমে ডাবের মূল্য একলাফে একশ টাকা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কথায় বলে, সুযোগ এলে তা কখনো হাতছাড়া করতে নেই। রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবদাহ। শহর প্রায় জনশূন্য।গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের চাহিদা তুঙ্গে। যোগানের তুলনায় চাহিদা বেশি। ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। আর এই সু্যোগে ডাব বিক্রেতারা যতটা বেশি সম্ভব কামিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে। রাতারাতি ৩০ থেকে ৪০ টাকার একটি ডাব এখন বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। এতে অবশ্য ক্রেতাদের কোনও আপত্তি নেই। বরং ডাব বিক্রেতাদের ধন্যবাদই দিচ্ছেন। গরম থেকে নিস্তার পেতে ক্রেতারা ১০০ টাকা দরেই খাচ্ছেন ডাব।