ফের গরু বোঝাই গাড়ি আটক করলেন খোদ মন্ত্রী!!

 ফের গরু বোঝাই গাড়ি আটক করলেন খোদ মন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রতিনিয়ত বৈঠক করছেন নিজের দপ্তরের আধিকারিকদের সাথে। কখনো আবার আচমকাই নিজের দায়িত্বে থাকা দপ্তরের অধীন অফিসগুলো থেকে শুরু করে ছাত্রনিবাস পরিদর্শনে যাচ্ছেন তিনি। আবার বিভিন্ন দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে নিজেই রুখে দাঁড়াচ্ছেন। উল্লেখ্য, বুধবার সন্দেহজনকভাবে গোরু বোঝাই গাড়ি আটক করলেন মন্ত্রী সুধাংশু দাস। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ধলাই জেলার আমবাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় TR01M 1553 নম্বরের গরু বোঝাই একটি বোলেরো গাড়ি দেখতে পেয়ে গাড়িটিকে আটক করেন খোদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গাড়ির ড্রাইভার এর কাছে থাকা রসিদে উল্লেখ করা ছিল ১৩ টি গরু অথচ গাড়িতে ছিল ১২ টি গরু। পাশাপাশি এদিন তিনি পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই গরু পাচারের ঘটনার সঙ্গে রাজ্যের একাংশ পুলিশকর্মীও যুক্ত রয়েছে। যার ফলে পাচারকারীরা অবাধে এধরনের বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে প্রায় প্রতিনিয়ত। এতগুলো নাকা পয়েন্ট থাকা সত্বেও কিভাবে এই পাচারকাজ সংঘটিত হয়, এ নিয়েও প্রশ্ন তুলেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এছাড়াও তিনি এদিন কড়া ভাষায় জানিয়ে দেন, যারা এধরনের বেআইনি কাজে যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে অতিসত্বর দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হবে। উল্লেখ্য, ইতিপূর্বেও এধরনের আরও একটি গরু বোঝাই গাড়ি আটক করেছিলেন খোদ মন্ত্রী সুধাংশু দাস। এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীদেরও একহাত নিয়েছিলেন মন্ত্রী শ্রী দাস।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.