পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২ মে

 পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২ মে
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শেষ হয়েছে। বুধবার হয়েছে পর্ষদের সর্বশেষ পরীক্ষা। এদিন উচ্চমাধ্যমিকের বৃত্তিমূলক তথা ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হয়েছে মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষা। ফলে দেড় মাসের বেশি সময় ধরে চলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল কলা এবং ফাজিল থিওলজি পরীক্ষা শেষ হয়েছে। এবার পর্ষদের উত্তরপত্র মূল্যায়নের পালা। ২ মে থেকে উত্তরপত্র মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে ২ মে থেকে। এনিয়ে পর্ষদের তরফে ইতোমধ্যে যাবতীয় উদ্যোগ সারা হয়ে গেছে।
পর্ষদের চলতি ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ মার্চ। একই দিন শুরু হয় উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজি পরীক্ষা। তার পরের দিন ১৬ মার্চ শুরু হয় মাধ্যমিক ওসমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। মাদ্রাসা আলিম পরীক্ষাও মাধ্যমিকের সঙ্গে একই দিনে ১৮ এপ্রিল শেষ হয়েছে। এদিন মাধ্যমিকের তথ্য প্রযুক্তি, প্রাণী সম্পদ, কৃষি, বিপণন ইত্যাদি বৃত্তিমূলক পরীক্ষা গ্রহণ করা হয়েছে মাদ্রাসা আলিমের একই দিনে নেওয়া হয়েছে হাদিত ও তপসির পরীক্ষা। ১৯ এপ্রিল উচ্চমাধ্যমিকের তথ্য প্রযুক্তি, বাগান চর্চা, দুগ্ধ উৎপাদন ইত্যাদি বৃত্তিমূলক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজি পরীক্ষা শেষ হয়েছে বহু আগে, ৫ এপ্রিল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই বৃত্তিমূলকের লিখিত পরীক্ষা হয়েছে ৩০ নম্বরের।লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর এবার উত্তরপত্র মূল্যায়নের পালা। প্রথম দিকে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রীয়ভাবে রাজ্যের রাজধানী শহর আগরতলার দক্ষিণাংশের হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা করার উপর জোর চর্চা শুরু হয়। পরে অবশ্য আর্থিক সঙ্কটের কারণে এই সম্ভাবনা বাতিল হয়ে যায়। নাকচ হয়ে যায় প্রথমবারের কেন্দ্রীয়ভাবে পর্যদের উত্তরপত্র মূল্যায়নের উদ্যোগ। অবশেষে স্থির হয় পূর্বে অনুসৃত ব্যবস্থা অনুসারেই উত্তরপত্র মূল্যায়ন হবে পর্যদের। আগরতলার নানা অংশে থাকা রাজ্য সরকারের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ে চলবে উত্তরপত্র মূল্যায়ন।মে মাসের প্রথম কাজের দিন ২ তারিখ থেকে শুরু হবে এই কাজ।মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল থিওলজি এবং ফাজিল কলার উত্তরপত্রের মূল্যায়ন হবে একই সঙ্গে
আগরতলায়। এরজন্য প্রধান পরীক্ষক, সংশোধক ও পরীক্ষক মিলিয়ে প্রায় ৩ হাজার অধ্যাপক অধ্যাপিকা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকার নাম বাছাই করা হয়েছে। স্থির হয়েছে আগের মতো উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলবে নেতাজী সুভাষ বিদ্যা নিকেতনের মতো অন্যান্য বছর মূল্যায়ন কেন্দ্র হিসাবে বাছাই করা বিদ্যালয়গুলিতে। এনিয়ে জানতে চাইলে পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা ইঙ্গিতবহ জবাব দেন। তিনি বলেন, যথা সময়ে সব জানানো হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.