সংহতি, শতদলের ব্যর্থতায় উজ্জ্বল চলমান, বিসিসি, ব্লাড
আগামীকাল সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে। কোয়ার্টার ফাইনালের তালিকায় থাকা আট দলের মধ্যে চারটি দল সুপার ডিভিশনের ক্লাব। বাকি চারটি দল কিন্তু এ ডিভিশনের দল। সুপার ডিভিশনের যে চারটি ক্লাব সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের কো: ফাইনালে উন্নীত হয়েছে এরা হলো স্ফুলিঙ্গ ক্লাব, জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি), ইউনাইটেড ফ্রেণ্ডস ও কসমোপলিটন ক্লাব। আর এ ডিভিশন ক্লাব লীগের চারটি দল হলো – ব্লাডমাউথ ক্লাব, বিসিসি, – ওপিসি ও চলমান সংঘ। তবে আশ্চর্যজনক ঘটনা হলো এবার কো: ফাইনালে খেলার ছাড়পত্র অর্জনে ব্যর্থ হওয়া সংহতি ও শতদল সংঘকে নিয়েই।একটা সময় সুপার ডিভিশনই নয়, ঘরোয়া ক্লাব ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসাবে ক্রিকেট মহলে বাড়তি মর্যাদা পেতো সংহতি ক্লাব। আর এই ক্লাবও ক্রিকেটের বাইশ গজে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে অতীতে।শুধু রাজ্যেরই নয়,ভিন্ রাজ্যেরও অনেক নামিদামী ক্রিকেটার এই ক্লাবের হাত ধরে আগরতলা ঘরোয়া ক্লাব ক্রিকেটে আত্মপ্রকাশ করে রাজ্য ক্রিকেটের আকর্ষণও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এবার সংহতি ক্লাবে ফেন ভাঙা হাটের দৃশ্য। সুপারের পর তপন এবং এবার সমীরণ চক্রবর্তী স্মৃতিতেও সংহতি ক্লাব ফ্লপ করে।এ গ্রুপের সাত দলের মধ্যে তাদের স্থান হয় ছয় নম্বরে। ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচই জিততে পারে সংহতি। সংহতির মতোই সুপার ডিভিশনের আরেক ক্লাব শতদল সংঘেরও একই দশা। তারা অবশ্য বি গ্রুপের সাত দলের মধ্যে সর্বশেষ অর্থাৎ সপ্তম স্থানই দখল করে। ছয় খেলায় মাত্র একটি ম্যাচই জিততে পারে আশ্রম চৌমুহনীর শতদল সংঘ। স্থানীয় বহি:রাজ্যের বেশ কিছু ক্রিকেটার নিয়ে এ বছর শতদল কর্মকর্তারা একটা ভালো দলই গঠন করেছিলেন। কিন্তু ফি ম্যাচেই দল ফ্লপ করে। ছয় খেলার মধ্যে পাঁচটিতেই পরাজয়। তবে সংহতি ও শতদল ক্রিকেট মহলকে হতাশ করলেও কসমোপলিটন ক্লাব কিন্তু এবার দারুণ উন্নতি করেছে। তপন স্মৃতির রানার্স হয়। যদিও সুপার ডিভিশনে তারাও দশ ম্যাচ খেলে দশটিতেই বিশ্রীভাবে হেরে গিয়েছিল। তবে তপন স্মৃতিতেই কসমোপলিটন ঘুরে দাঁড়ায়। ফাইনালেও খেলে। এবার সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের কো: ফাইনালেও উঠে যায় এ গ্রুপে দ্বিতীয় সেরা দল হয়েই। ছয় ম্যাচে পাঁচটিতেই তারা জয়লাভ করে।এদিকে এ ডিভিশনের দলগুলির মধ্যে ব্লাডমাউথ, চলমান,ওপিসি, বিসিসি দারুণ উন্নতি করেছে। তবে এখন দেখার,এ ডিভিশনের এই চার কো: ফাইনালিস্ট ক্লাবের মধ্যে কারা সেমিফাইনালের টিকিট কাটে।তবে লীগে এ ডিভিশনের দলগুলি কিন্তু সুপার ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে জয় তুলেছিল। তাই কো ফাইনালের চারটি ম্যাচও জমজমাট হবে। তবে ক্রিকেট মহলকে চরম হতাশ করে সংহতি ক্লাব, শতদল সংঘ এবারের মতো সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টও শেষ করলো।