স্ফুলিঙ্গ – জেসিসি, ফ্রেন্ডস কসমো রণ
টিসিএর সমীরণ চক্রবর্তী স্মৃতি টি- টায়েন্টি ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের দুটি ম্যাচ আগামীকাল হবে। সেমিফাইনালের এক ম্যাচে এমবিবি স্টেডিয়ামে ব্যাট বলের যুদ্ধে লড়বে স্ফুলিঙ্গ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব জেসিসি।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনাল ফ্র্যাচটি হবে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে। তাতে লড়বে কসমোপলিটন ও ইউনাইটেড ফ্রেন্ডস। মরশুমে দ্বিতীয়বার কোন টুর্নামেন্টের ফাইনালে খেলার হাতছানির সামনে শ্যামল দাসের দল। অন্যদিকে, ত্রিমুকুট জয়ের স্বপ্নে স্ফুলিঙ্গ ক্লাব। স্বপ্ন পূরণের আর মাত্র দুই ম্যাচ দুরেই গণরাজ -চৌমুহনীর দলটি। ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ইউনাইটেড ফ্রেন্ডস ও জেসিসিও। তবে এর আগে চার দলই সেমির হাউলটা ঠিক টপকাতে চাইছে। এই টুর্নামেন্টে স্ফুলিঙ্গ ছাড়া সব দলই ম্যাচ হেরেছে।এদিকে, গরমের বিষয়টি মাথায় রেখে টিসিএ দুটি সেমিফাইনাল ম্যাচই দুই ঘণ্টা এগিয়ে এনেছিল। কিন্তু আজ বিকালের বৃষ্টির জন্য আগামীকাল সকাল নয়টায় দুটি ম্যাচ শুরু হতে পারবে কিনা, এটাই এখন বড় প্রশ্নের। তবে আগামীকাল বৃষ্টি না হলে যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, তাই খেলা হয়ে যেতেও পারে। তারপরও চার দলের এখন আতঙ্কের নাম বৃষ্টি। এদিকে, সেমিফাইনালে ওঠার পথে স্ফুলিঙ্গ ক্লাব বড় ব্যবধানে ওপিসিকে ছিটকে দেয়। ইউনাইটেড ফ্রেন্ডসও বড় ব্যবধানে চলমানকে বিধ্বস্ত করে জেসিসি- ব্লাডমাউথকে হেলায় উড়িয়ে দেয়। কসমোপলিটনও বিসিসির বিরুদ্ধে সহজ জয় তুলে নেয়। আগামীকাল স্ফুলিঙ্গ-জেসিসি ম্যাচে কিন্তু দুদলেরই শক্তি প্রায় কাছাকাছি। তারপরও তারকা ক্রিকেটার স্ফুলিঙ্গেরই বেশি। স্ফুলিঙ্গের ব্যাটে বলে ভরসা বিক্রম কুমার দাস, জয়দীপ বণিক, শ্রীদাম পাল, চিরঞ্জিৎ পাল, মণিশংকর মুড়াসিং, অজয় সরকার, অভিজিৎ সরকার, জয়দীপ ভট্টাচার্য। অন্যদিকে, জেসিসির ব্যাট বলের ভরসায় থাকছে নিরুপম সেন, শংকর পাল, দীপজয় দেব, রিমন সাহা, জয়কিসান সাহা, অভয় দ্বিবেদী, প্রিন্স ময়ূরা, অমরেশ দাস, বিশাল গৌড়। অন্যদিকে, ইউনাইটেড ফ্রেন্ডসেও রয়েছে রঞ্জি তারকা। দীপক ক্ষত্রি কো: ফাইনালে চলমানের বিরুদ্ধে শতরান করে। উদীয়ান বোস নয় রান করে , আউট হয়। ফর্মে রয়েছে বিশাল ঘোষও। এছাড়াও দলে রয়েছে শুভম ঘোষ, রজত দে, পারভেজ সুতলান, সেন্টু সরকার, সাহিল দেববর্মা, নবীন কুমার। কসমোপলিটন ক্লাবের ব্যাটে বলে ভরসা নিনাদ কদম। দুর্দান্ত ফর্মে রয়েছে ভিন রাজ্যের এই ব্যাটারটি। এছাড়া ওপেনার অভিষেক শর্মাও দারুণ ফর্মে। যে কোন সময় বিপজ্জনক হতে পারে অধিনায়ক পল্লব দাসও। এছাড়াও রয়েছে সায়ন্ডন দেববর্মা, অমেয়া সোমন, দেবপ্রসাদ সিন্হা, অর্জুন দেবনাথ, রিয়াজ উদ্দিন, সৌরভ দাসও।