সক্রিয় ভূমিকা পালনে মন্ত্রী সুধাংশু দাস!

 সক্রিয় ভূমিকা পালনে মন্ত্রী সুধাংশু দাস!
এই খবর শেয়ার করুন (Share this news)

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রতিনিয়ত বৈঠক করছেন নিজের দপ্তরের আধিকারিকদের সাথে। কখনো আবার আচমকাই নিজের দায়িত্বে থাকা দপ্তরের অধীন অফিসগুলো থেকে শুরু করে ছাত্রনিবাস পরিদর্শনে যাচ্ছেন তিনি। আবার বিভিন্ন দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে নিজেই রুখে দাঁড়াচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ সরকার গড়ার ডাক দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস।
তবে এবার মুখ্যমন্ত্রীর অধীনে থাকা দপ্তরে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী।

উল্লেখ্য, সোমবার দুপুরে আচমকাই কুমারঘাট এসডিএম অফিস পরিদর্শনে যান মন্ত্রী শ্রী দাস। সেখানে কর্তব্যরত সমস্ত কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার কাজকর্মের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এদিন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, এই দপ্তর যদিও মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর সবসময় সব জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই তিনি নিজে একজন রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে কাজ করছেন। এর মূল লক্ষ্য হল জনগনকে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয় কিংবা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি সেখানে যা যা সমস্যা রয়েছে সেগুলোও দ্রুত নিরসনের জন্যও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.