দিল্লীতে আজ শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী
রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় সাংগঠনিক বিষয় নিয়েও হাইকমাণ্ডের সাথে শলা পরামর্শ করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সোমবার তিনি দিল্লীতে বেশ কিছু বিষয় নিয়ে তিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেন। বুধবার তার বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে। যতদূর জানা গেছে,প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে রাজ্যের চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী ডা. সাহা৷
প্রশাসনিক সূচির বাইরে মুখ্যমন্ত্রী শাসক দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে নরেন্দ্র মোদি, অমিত শাহদের অবহিত করবেন।শাসক দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার প্রেক্ষিতে প্রদেশ বিজেপির কমিটি যে রিপোর্ট দিয়েছে এ নিয়েও তিনি মোদি- শাহদের সাথে কথা বলবেন। রিপোর্টে দলবিরোধী কার্যকলাপের জন্য বেশ কয়েকজন প্রথম সারির নেতা থেকে শুরু করে বেশ কয়েকজন বিভিন্ন স্তরের নেতাকে চিহ্নিত করা হয়।এই তালিকায় নির্বাচিত জনপ্রতিনিধি,বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, মণ্ডল সভাপতিগণ রয়েছেন। তাদের তালিকা হাইকমাণ্ডের দরবারে মেলে ধরে পরবর্তী নির্দেশিকার বিষয়ে জানতে চাইতে পারেন। মোদি- শাহদের বাইরে মুখ্যমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথেও দেখা করে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।এদিকে মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভার্চুয়ালি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যদের সাথে বৈঠক করেছেন।