নাবালিকা বধূকে নৃশংসভাবে খুন করলো স্বামী!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শুক্রবার সকালে রাজধানীর আড়ালিয়া মুসলিম পাড়ার নাবালিকা গৃহবূধর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া ঘিরে এলাকা চাঞ্চল্য ছড়ায়। তার নাম তনুজা বেগম। বয়স মাত্র ১৫ বছর। তার স্বামীও বাড়ি থেকে উধাও। এই পরিস্থিতিতে নাবালিকা বধূর বোনের বাড়িতে গিয়ে হাজির হয় তার শ্বশুর-শাশুড়ি। তারা জানান তনুজা বেগম সকাল থেকে নিখোঁজ। বধূর বোন ও অন্যান্যরা ছুটে আসে তনুজার শ্বশুরবাড়িতে। বাড়িতে কয়েক জায়গায় রক্ত দেখা যায়। রক্ত দেখেই সবার সন্দেহ হয়, তনুজা হয়ত আর বেঁচে নেই। তাকে হয়ত খুন করা হয়েছে। কিন্তু দেহ কোথায়? কোথায় তার স্বামী? এই নিয়ে দিন ভর তল্লাশি চলে। পরবর্তী সময়ে পুলিশ নাবালিকার স্বামীকে আটক করে জপরা শুরু করে। প্রথমে কিছু স্বীকার না করলেও পরে জানায় স্ত্রী কে কেটে হাওড়ার নদীতে ভাসিয়ে দিয়েছে। এরপর শুরু হয় নদীতে তল্লাশি। আসলে পুলিশ কে বিভ্রান্ত করার জন্যই এই কথা বলেছিলো। শেষে চাপে পড়ে স্বীকার করে দেহ আড়ালিয়াতেই আছে। এরপর স্বামীর কথা অনুযায়ী বাড়ির কাছে জঙ্গলে কচুবাগানের ভিতর থেকে টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ। দেহটিকে দুই টুকরো করে দুটি ব্যাগে ঢুকিয়ে মাটিতে পুঁতে রেখে ছিলো। স্বামীর নাম কায়ের মিয়া কে গ্রেফতার করে পূর্ব থানায় নিয়ে এসেছে পুলিশ। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।