মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!
মন কি বাত, হাইভোল্টেজ প্রস্তুতি
শততম পর্ব মন কি বাতের ৷আর সেই কারণে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার শুধুই দেশে নয়, বিদেশেও সাজো সাজো রব শুরু করেছে। কর্ণাটকে ভোটের প্রচার আজ থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আগামীকাল হবে মন কি বাত ৷ যেহেতু মন কি বাত নিয়ে এরকম এক হাই ভোল্টেজ প্রচার এবং দেশজুড়ে ইভেন্টের আয়োজন করা হয়েছে,তাই স্বাভাবিকভাবেই যাতে কর্ণাটকের ভোট প্রচারেও তার প্রভাব পড়ে সেই চেষ্টা পুরোদমে করা হবে। তবে আদর্শ নির্বাচনি আচরণবিধি সামলে৷কী কী হবে মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে?দিল্লীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে চিত্রকলার প্রদর্শনীর উদ্বোধন করা হবে। যার প্রধান ভিত্তি হলো, মন কি বাতে প্রচারিত মানুষ ও স্থান এবং সংস্কৃতির বিভিন্ন উদাহরণ। দেশের মোট ২৩টি ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক মনুমেন্টে বিশেষ লাইট অ্যাণ্ড সাউণ্ড শো দেখানো হবে। যেগুলি মন কি বাতের বিভিন্ন ইস্যুকেই প্রদর্শিত করবে। ছোটদের জন্য দীর্ঘকাল ধরে একটি কমিক সিরিজের পুস্তিকা অমর চিত্র কথা। কমিকসের মাধ্যমে রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি এই অমর চিত্র কথায় পাঠ করা যায়৷প্রধানত বালক বালিকার কাছে এই কমিক
সিরিজ বিশেষ জনপ্রিয়।সেই অমর চিত্র কথায় স্থান পাচ্ছে মন কি বাত। গত বুধবার থেকেই শুরু হয়েছে মন কি বাতের শততম পর্বের অনুষ্ঠান। আগামীকাল একদিকে যেমন মোদির ভাষণ শোনানো হবে বিভিন্ন সম্প্রচার মাধ্যমে, তেমনই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে ১০০ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করা
হবে। যেখানে থাকবে অশোক স্তম্ভ এবং একটি মাউথপিস। অর্থাৎ মোদির ভাষণকে মনে রেখে। আমেরিকার নিউ জার্সিতে এই উপলক্ষে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়া রাষ্ট্রসংঘের সম্প্রচার কেন্দ্রেও শোনা যাবে এই মন কি বাত।কর্ণাটকে মোদি শনিবার থেকে শুরু করলেন তার প্রচার। এদিন ছিল বেঙ্গালুরুতে রোড শো। এরপর তিনি ১৫টি জনসভা ও সমাবেশ করবেন। প্রয়োজন হলে সেই সংখ্যা বাড়তে পারে। আগামীকালের মন কি বাত অনুষ্ঠান যেহেতু বিশেষভাবে প্রচারিত করা হচ্ছে, সেই কারণে মনে করা হচ্ছে এদিনের ভাষণে মোদির কোনও একটি বড়সড় ঘোষণা হতে পারে। মন কি বাতে মোদির বলা কথা যাতে হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করতে মন কি বাতের একটি সংকলন প্রকাশ করা হবে বলে স্থির হয়েছে। এর আগেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।