জুনিয়র পেস বোলার খোঁজ।
অনলাইন প্রতিনিধি:-আগরতলা থেকে শান্তিরবাজার,আমবাসা, ধর্মনগরে জুনিয়র পেস বোলারের খোঁজে টিসিএর পেস বোলার ওপেন ট্রায়াল ক্যাম্পে তিন শতাধিক নতুন পেস বোলার যোগদান করে।গতকাল আমবাসা ও ধর্মনগরে দুদিনের অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোল ওপেন ট্রায়াল ক্যাম্প দিয়ে ২৬-২৯ এই চারদিনের ক্যাম্প শেষ হয়। আগরতলায় অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোল দুদিনের ক্যাম্পে ১৫০ জনের মতো অংশ নেয়।শান্তিরবাজার ও আমবাসায় পঞ্চাশজন করে অংশ নেয়। তবে দুই বিভাগে তিন শতাধিক অনামি জুনিয়র পেস বোলার অংশ নিলেও স্পটারদের নোটবুকে কিন্তু নামের সংখ্যা তেমন একটা বড়ও নয়।যতদূর খবর, আগামীকালই স্পটাররা তাদের নামের তালিকা টিসিএতে জমা দেবেন।প্রসঙ্গত, অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোলদের পেস বোলার ওপেন ট্রায়াল ক্যাম্পে স্পটার হিসাবে দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন রঞ্জি পেস বোলার বিনীত জৈন ও মহারাষ্ট্রের কোচ প্রদীপ কিসলিওয়াল। সহকারী হিসাবে ছিলেন রাজ্যের সুবল চৌধুরী, দেবব্রত চৌধুরী, বিশ্বজিৎ দে, কিশোর মুহুরী।তবে যতটুকু খবর, ওপেন ট্রায়াল ক্যাম্পে যাদের চোখে পড়ে স্পর্টারদের তাদের কিন্তু উপযুক্ত নার্সিং দরকার। তবেই এরা সম্পদ হয়ে উঠবে রাজ্য ক্রিকেটের জন্য। অবশ্য নেটে মাত্র ছয়-দশটি বল দেখেই নাকি ক্যাম্পে আসা বোলারদের প্রতি তারা যাচাই করেছে। অবশ্য এছাড়াও উপায়ও ছিল না। তারপরও তাদের নামের তালিকা টিসিএতে জমা পড়বে তাদের নিয়ে দীর্ঘমেয়াদি কোচিং ক্যাম্প হলে ভালো পেস বোলার উঠেও আসতে পারে। এখন দেখার, রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার কর্মকর্তারা ওপেন ট্রায়াল ক্যাম্প থেকে উঠে আসাদের নিয়ে কী করেন?কী পরিকল্পনা গ্রহণ করে?এদিকে, অনূর্ধ্ব উনিশ,ষোল জুনিয়র পেস বোলারদের ওপেন ট্রায়াল ক্যাম্পে এত বিপুল সংখ্যক ক্রিকেটারের অংশগ্রহণে স্বাভাবিকভাবেই খুশি টিসিএ। সংস্থার কর্মকর্তারা আশাবাদী আসন্ন অনূর্ধ্ব উনিশ,ষোল জুনিয়র স্পিন বোলারের ওপেন ট্রায়াল ক্যাম্পেও এমন ক্রিকেটার অংশগ্রহণ করবে।