রাজ্য ক্রিকেটে রচিত হচ্ছে নয়া ইতিহাস

 রাজ্য ক্রিকেটে রচিত হচ্ছে নয়া ইতিহাস
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্য ক্রিকেট সংস্থার (টিসিএ) ৫৫ বছরের নানাবিধ সাফল্যের মুকুটে এবার এক নতুন পালকের সংযোজন হতে যাচ্ছে। স্থানীয় নয়, এমনকী দেশীয়ও নয়, এবার টিসিএ রাজ্য ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে তুলে আনার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট তারকা ল্যান্স কুজেনারকে টিসিএ রাজ্য ক্রিকেটের ক্রিকেটার ও ক্রিকেটের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য রাজ্যে নিয়ে আসছে এবং ল্যান্স ক্রুজেনারের মাধ্যমে ত্রিপুরা ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে তুলে নিয়ে যাবার স্বপ্নও দেখছে টিসিএ।আজ দুপুরে সংস্থার অ্যাপের কাউন্সিলের এক জরুরি বৈঠকে রাজ্য ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিকালে সংস্থার
কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ তুলে ধরেন সচিব তাপস ঘোষ সহ অন্য পদাধিকারীগণ।সচিব জানান,এ দিনের অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠক শুধু ক্রিকেটার এবং মাঠ বিষয়কই ছিল না, টিসিএর কর্মীদের আর্থিক অবস্থার উন্নতি নিয়েও সিদ্ধান্ত হয়। সচিব বলেন, সবকিছু ঠিক থাকলে আগমী বছরের (২০২৪) জানুয়ারী মাসেই নির্মীয়মাণ টিআইটি আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইশ গজে বল পড়বে।

May be an image of 7 people and grass


জানুয়ারীতে মাঠে খেলা শুরু হওয়ার পাশাপাশি স্টেডিয়াম তৈরির কাজও সমাপ্তির পথে চলবে।অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রাজ্য ক্রিকেটের বিভিন্ন দলের জন্য কোচ সহ সাপোর্ট স্টাফদের নামও চূড়ান্ত করে নেওয়া হয়েছে বলে জানান সচিব। তাপস ঘোষ বলেন, যেহেতু বিসিসিআই তার আগামী ক্রিকেট মরশুমের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে তাই আমরাও বসে থাকছি না। সিনিয়র পুরুষ- মহিলা থেকে দলের কোচদের নাম চূড়ান্ত করে নিয়েছি। সিনিয়র পুরুষদের হেড কোচ হয়েছেন বিনীত সাক্সেনা। বোলিং কোচ বিনীত জৈন। অনুর্ধ্ব তেইশ ছেলেদের হেড কোচ রশ্মিরঞ্জন পরিদা। অনূর্ধ্ব উনিশ দলের হেড কোচ গৌতম সোম (জুনিয়র)। ব্যাটিং কোচ ভিনসেন্ট বিজয় কুমার।সিনিয়র মহিলা দলের হেড কোচ সন্দীপ দাহাদ। জুনিয়র মেয়েদের দায়িত্বে শ্রাবণী দেবনাথ।অনুর্ধ্ব ষোল দলের হেড কোচ রাজর্ষি রায় চৌধুরী, বোলিং কোচ পল্লব দাসগুপ্ত।তবে সহকারী কোচ হিসাবে বিভিন্ন দলের সঙ্গে থাকবেন সুবল চৌধুরী, জয়স্ত দেবনাথ, কিশোর মুহুরী, রুমা দাস সহ টিসিএর অন্য কোচরাও।

May be an image of 7 people and grass


তবে আগরতলায় মাঠ সমস্যার জন্য টিআইটি মাঠে জানুয়ারীতেই খেলা শুরু করে দেবার লক্ষ্য টিসিএর।এই মাঠে রঞ্জি ম্যাচ করারও লক্ষ্য রয়েছে বলে জানান সচিব তাপস ঘোষ। তবে এ দিনের চমকপ্রদ ঘোষণা ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট তারকা ল্যান্স ক্রুজেনারকে রাজ্য ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের জন্য আনা।একশো দিনের জন্য ব্লুজেনারকে রাজ্যে আনা হবে। তিনি ওই সময় রাজ্য ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নের দিকগুলি দেখবেন।আর ল্যান্স ক্রুজেনারকে এনে রাজ্য ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনার কথাও বলেন সচিব। এদিনের বৈঠকে সচিব ছাড়াও সহ-সভাপতি তিমির চন্দ, যুগ্ম সচিব জয়ন্ত দে,কোষাধ্যক্ষ জয়লাল দাসও বক্তব্য রাখেন।
এদিকে, আগামী মরশুমে সিনিয়র দলে অতিথি ক্রিকেটার হিসাবে ঋদ্ধিমান সাহা,সুদীপ চ্যাটার্জিদের রাখা হচ্ছে বলেও জানানো হয়। দীপক ক্ষত্রিও থাকবে। তবে আরও ভালো পেশাদার পাওয়ার জন্য গত বছরের মতো এবারও আগরতলায় খেলতে আসা ভিন্ রাজ্যের ক্রিকেটারদের নিয়ে দুটি ম্যাচ হবে বলেও জানান সচিব তাপস ঘোষ।স্কুল ক্রিকেট উন্নয়নে আরও পরিকল্পনা নেবে টিসিএ। বিভিন্ন মহকুমায় আধুনিক মাঠও তৈরি করা হবে বলে মিডিয়াকে জানানো হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.