বড় দুর্ঘটনায় অল্পতে প্রাণে বাঁচলো যাত্রীরা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পতে প্রাণে রক্ষা পেল গাড়িতে থাকা যাত্রীরা। গৌহাটি থেকে যাত্রী নিয়ে এন এল ০১ এন সি ৪২৬৯ নম্বরের শেরাওয়ালি ট্রাভেলস এর একটি বাস আগরতলা আসছিলো। সোমবার ভোর পাঁচটা নাগাদ গাড়িটি মনু থানাধীন করমছড়া বাজার সংলগ্ন এলাকায দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি জাতীয় সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১১ জন যাত্রী অল্পবিস্তার আহত হয়। স্থানীয় এলাকাবাসী প্রত্যক্ষ করতে পেরে মনু থানায় এবং মনু অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।