চালু হলো আরও একটি বিশেষ সুবিধা যুক্ত যাত্রী ট্রেন!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বুধবার থেকে শুরু হল সাপ্তাহিক আগরতলা থেকে কলকাতা বিশেষ যাএীবাহী ট্রেন পরিষেবা। এদিন আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে সাপ্তাহিক বিশেষ সুবিধা যুক্ত যাত্রী ট্রেনের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই ট্রেনের সব গুলি কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত। রয়েছে পেন্ট্রি কার সহ নানা সুবিধা।