আজ এমবিবিতে বিসিসির মুখোমুখি হবে চলমান

 আজ এমবিবিতে বিসিসির মুখোমুখি হবে চলমান
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || এ ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ক্রিকেটে পিটিএ মাঠের মতো এমবিবি স্টেডিয়ামেও আগামীকাল একটা ভাইটাল ম্যাচ হবে। তাতে লড়বে চলমান সংঘ ও বিসিসি।সুপার লীগে খেলার প্রশ্নে আগামীকালের ম্যাচটি দুদলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।তবে পয়েন্টের নিরিখে চলমানের চেয়ে বিসিসি কিছুটা এগিয়ে রয়েছে। চলমানের পাঁচ ম্যাচে তিন জয়।তাদের সংগৃহীত পয়েন্ট বারো।অন্যদিকে বিসিসির পাঁচ ম্যাচে চার জয়।সংগৃহীত পয়েন্ট ষোল।বিসিসি আপাতত পোলস্টার ও ব্লাডমাউথের সঙ্গেই রয়েছে।তবে আগামীকাল ম্যাচ জিতলে বিসিসিও কিন্তু লীগ চ্যাম্পিয়নের দৌড়ে থাকবে। একই সঙ্গে আগামীকাল সুপার ডিভিশন লীগে কসমোপলিটনের জায়গা নেবার ক্ষেত্রে দাবিদারও হবে।তাছাড়া এ ডিভিশনের সুপার লীগে খেলার ছাড়পত্রও পাবে তারা।বিসিসি ব্লাডমাউথের মতো দলকে হারিয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা।তাছাড়া আগের ম্যাচে হার্ভেকে হারিয়ে লীগে চতুর্থ জয় তুলে।বিসিসির ব্যাটে ভরসা বাবুল দে,সাগর শর্মা, রিয়াজ উদ্দিন,শচীন শর্মা, অরিজিৎ দেবনাথ।বোলিংয়ে ভরসা অনুজ পাল,রাজদীপ দত্ত। অন্যদিকে চলমানের ভরসা ব্যাটে অমিত দাস, তন্ময় দাস, সায়ক রায়, সোমেন মোহান্তি, তন্ময় ঘোষ, নবজ্যোতি দেবনাথ, লক্ষ্মণ পাল, আর্মান হোসেন। বোলিংয়ে লক্ষ্মণ পাল, কৃষ্ণধন নম:, দেবোত্তম ঘোষ।দেবোত্তম ও কৃষ্ণধন নম: কিন্তু দুর্দান্ত ফর্মেই। ইতিমধ্যে পরপর দুই ম্যাচে কৃষ্ণধন নয় উইকেট তুলে নেয়। তাই আগামীকাল বিসিসির সামনে কৃষ্ণধন নম:র বোলিং
একটা বড় ফ্যাক্টর হতে পারে বলেই ক্রিকেট মহলের ধারণা। এদিকে,চলমান যদি আগামীকাল ম্যাচ জিতে তাহলে তারাও কিন্তু লীগ চ্যাম্পিয়নের দৌড়ে চলে আসবে। কারণ চলমানের শেষ ম্যাচে প্রতিপক্ষ মৌচাক ক্লাব।যে ম্যাচটি গত চৌদ্দ মে মেলাঘরে প্রাকৃতিক কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।ওই ম্যাচটির কিন্তু খুবই গুরুত্ব বেড়ে যাবে চলমানের জন্য।তবে এটাও ঠিক আগের চলমান কিন্তু ওপিসির কাছে অত্যন্ত বাজেভাবেই ম্যাচটা হেরে গিয়েছিল।তিরাশি রানের পরাজয়ের ধাক্কা কতটা সামলে নিয়ে আগামীকাল বিসিসির মতো লড়াকু দলের বিরুদ্ধে লড়বে তারা তাই দেখার।তবে চলমান বা বিসিসি যে দল আগামীকাল ম্যাচ জিতবে তারাই লীগ চ্যাম্পিয়নের দৌড়ে থাকবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.