২০ বছর পর ধরা পড়লো এক বাংলাদেশী!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ২০০৪ সালে পাসপোর্ট নিয়ে বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। ভিশার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আর নিজ দেশে ফিরে যাননি। ভারতের রাজধানী দিল্লিতেই পাকাপাকি বসবাস শুরু করেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা সৈয়দ আলী। দিল্লি থেকেই ভারতীয় আধার কার্ড বের করেছেন। দিল্লিতে বিয়েও করেছেন। সেই সৈয়দ আলী ২০ বছর নিশ্চিন্তে দিল্লিতে বসবাস করার পর, হঠাৎ আবার তার নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা হয়। শুধু তাই নয়, দিল্লিতে স্ত্রী কে ফেলে রেখেই তিনি বাংলাদেশে চলে যাচ্ছিলেন। সেই সৈয়দ আলী শুক্রবার প্রায় ২০ বছর পর কৈলাসহর মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানদের হাতে ধরা পড়লন। বর্তমানে তার বয়স ৬২। তিনি এখন ইরানি থানার পুলিশের হেফাজতে রয়েছেন।